শিরোনাম :
সিলেটে একসাথে রাজপথে মুক্তাদির-আরিফ গণতন্ত্র পুনরুদ্ধার ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে জনগণের ঐক্য প্রয়োজন: অ্যাড এমরান সিলেটে পি.আই.ও সমিতি’র নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শহীদ জিয়ার নেতৃত্বে এই দেশ সর্বক্ষেত্রে স্বংয়ন সম্পন্নতা অর্জন করে-বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে খন্দকার মুক্তাদির সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামবো না-ডাঃ শফিকুর রহমান স্কলার্সহোম মেজরটিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত এসএমপি: কমিশনার বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

জুলাই বিপ্লবের শহীদেরা জাতির স্বার্থে আত্মোৎসর্গ করেছেন: খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেনে, জুলাই বিপ্লব আগামী দিনের জন্য অনুপ্রেরণা। দীর্ঘদিন ধরে দেশের মানুষ ফ্যাসিবাদী সরকারের শোষণ, অত্যাচার ও নির্যাতনে নিষ্পেষিত ছিলো। তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা এবং মানুষের বাকস্বাধীনতাকে হরণ করেছিলো। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে দেশের ছাত্র-জনতা অভাবনীয় ভূমিকা রেখেছে। দেশমাতৃকাকে ফ্যাসিবাদমুক্ত করতে তারা জীবন বিলিয়ে দিয়েছেন। তাদের এই ঋণ শোধ করা যাবে না। জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আত্মোৎসর্গ করেছেন। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। জুলাই বিপ্লবের এই শহীদদের জাতি স্মরণে রাখবে। বিগত দেড় যুগ যাবত বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আন্দোলন করতে দলের নেতাকর্মীরা গুম-খুন হয়েছে, কেউ হামলা-মামলার শিকার হয়েছে।
তিনি বলেন, জুলাই-আগস্ট গণহত্যায় গত ১৩ আগস্ট পর্যন্ত সমগ্র দেশে শহীদ হয়েছেন ৮৭৫ জন মানুষ। যার মধ্যে কম পক্ষে ৪২২ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে জড়িত। জুলাই বিপ্লবের শহীদের বিচার না করলে শহীদের আত্মা শান্তি পাবে না। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার রাষ্ট্রযন্ত্রের সকল স্থরকে ধ্বংস দিয়েছে। তা পূর্ণ উদ্ধার করতে গণবিপ্লবের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি মঙ্গলবার (৫ নভেম্বর) সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে ইউনিয়নের পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ‘রক্তাক্ত জুলাই বিপ্লব’ উপলক্ষে প্রামাণ্যচিত্র, ফ্যাসিস্ট প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা’র সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসেন ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, মোগলগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সায়েম আহমেদ, যুগ্ম সম্পাদক নূর উদ্দিন ইমন, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির প্রচার প্রকাশনা সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সদস্য আঙ্গুর আলম ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরান উদ্দিন অপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১ম সদস্য জইন উদ্দিন, জেলা যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক সালমান আহমেদ, সহ-কোষাধ্যক্ষ লিটন মিয়া, সদর উপজেলা যুবদল নেতা সেবুল আহমেদ, কবি ওয়াহিদ রুকন, দিলোয়ার হোসেন, সুন্দর আলি, আশিকুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদ, যুবদল নেতা বাবুল হোসেন, কামাল আহমেদ, জয়নাল হোসেন, সুহেল আহমেদ, শিপন আলী, সামাদ আহমেদ, রাসেল আহমেদ, মিনহাজ আবেদিন, রাকিব আহমেদ, জাহেদ আহমেদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain