অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা বাণিজ্যের স্থান দর্শনদেউড়ী ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতী নগরীর একটি রেস্তোরায় কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এ সময় দর্শনদেউড়ী এলাকার ময়মুরুব্বী ও ব্যবসায়ীদের স্বমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এরপর দর্শনদেউড়ী ব্যবসায়ী সমিতির ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি আব্দুস সালাম আনু, সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ, সহ-সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান , যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সুয়েব উল কিবরিয়া, অর্থ সম্পাদক আব্দুল মনসুর চৌধুরী (রাসেল), দফতর সম্পাদক শিপন আহমদ, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. হানিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল মুন্সি ,ধর্ম সম্পাদক মিজানুর রহমান। এছাড়া কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন আবিদুল বাসার ফরহাদ, আব্দুল্লাহ রাজু , হুমায়ুন মজুমদার, ফজলুল আহমদ লিটন , আব্দুল হামিদ খান (শিমু) ও আব্দুর রহিম।
কমিটি গঠন শেষে দিকনির্দেশনামূলক বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসার স্থান দর্শনদেউড়ী এলাকার ব্যবসায়ীরা আজ ঐক্যবদ্ধ। পারস্পরিক সহযোগিতায় এই এলাকার ব্যবসা বাণিজ্য আরও এগিয়ে যাবে। একটি গতিশীল কমিটি গতিশীল ব্যবসা উপহার দিবে। অনুষ্ঠানে জ্যৈষ্ঠ ব্যবসায়ী ও এলাকার ময়-মুরব্বীরা বক্তব্য রাখেন।