শিরোনাম :
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামবো না-ডাঃ শফিকুর রহমান স্কলার্সহোম মেজরটিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত এসএমপি: কমিশনার বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই-মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে মানবিক সংকট বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিকদের

দর্শনদেউড়ী ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা বাণিজ্যের স্থান দর্শনদেউড়ী ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতী নগরীর একটি রেস্তোরায় কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এ সময় দর্শনদেউড়ী এলাকার ময়মুরুব্বী ও ব্যবসায়ীদের স্বমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এরপর দর্শনদেউড়ী ব্যবসায়ী সমিতির ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি আব্দুস সালাম আনু, সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ, সহ-সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান , যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সুয়েব উল কিবরিয়া, অর্থ সম্পাদক আব্দুল মনসুর চৌধুরী (রাসেল), দফতর সম্পাদক শিপন আহমদ, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. হানিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল মুন্সি ,ধর্ম সম্পাদক মিজানুর রহমান। এছাড়া কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন আবিদুল বাসার ফরহাদ, আব্দুল্লাহ রাজু , হুমায়ুন মজুমদার, ফজলুল আহমদ লিটন , আব্দুল হামিদ খান (শিমু) ও আব্দুর রহিম।
কমিটি গঠন শেষে দিকনির্দেশনামূলক বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসার স্থান দর্শনদেউড়ী এলাকার ব্যবসায়ীরা আজ ঐক্যবদ্ধ। পারস্পরিক সহযোগিতায় এই এলাকার ব্যবসা বাণিজ্য আরও এগিয়ে যাবে। একটি গতিশীল কমিটি গতিশীল ব্যবসা উপহার দিবে। অনুষ্ঠানে জ্যৈষ্ঠ ব্যবসায়ী ও এলাকার ময়-মুরব্বীরা বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain