গোয়াইনঘাটে সেলিমের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::  সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের হোয়াউরা গ্রামে নিহত সেলিম আহমদ এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় মধ্য জাফলংয়ের রাধানগর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরুব্বী হবিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষার্থী শাহীন আহমদের পরিচালনায় মানববন্ধনে
উপস্থিত ছিলেন, মধ্য জাফলং ইউনিয়নের মহিলা সদস্য মিনারা আক্তার মিনু, বিশিষ্ট মুরুব্বি মছব্বির আলী, কাসিম আলী, শফিকুর রহমান, হেলাল উদ্দিন, রহমত উল্লাহ, তছির উদ্দিন, ব্যবসায়ী সাহেদ, হারুন, রশিদসহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, সেলিম আহমদ একজন নিরীহ ও ভালো মানুষ ছিলেন। গত ৪ নভেম্বর পূর্ব বিরোধের জের ধরে গোয়াইনঘাট সদর থেকে নিজের বাড়ি হোয়াউরা গ্রামে আসার পথে একদল সন্ত্রাসীরা তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মেডিকেলে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।
এ ঘটনায় গত ৮ নভেম্বর ২০ জনের নাম উল্লেখ করে বাকি আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করে সেলিম আহমদের পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার ১৪ দিন অতিবাহিত হলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও কঠোর বিচারের দাবি জানিয়ে বলেন, আমরা প্রশাসনকে অনুরোধ করবো দ্রুত সেলিম হত্যার আসামীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় সেলিম আহমেদ (৩৫) মৃত্যুবরণ করেন।
নিহত ব্যক্তি সদর ইউনিয়নের হোয়াউরা গ্রামের জহুর আলীর ছেলে।
উল্লেখ্য যে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ ক’জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain