শিরোনাম :
ভোটাধিকার প্রতিষ্ঠায় মজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমরান চৌধুরী সিটি ফাউন্ডেশনের সৌজন্যে সাবেক শিক্ষার্থীদের মধ্যকার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন মিটার পাঠক ও বিতরণকারী ঐক্য পরিষদের সংবর্ধনা সিলেটে পাথর কোয়ারী বন্ধে কর্মহীন লাখো শ্রমিক-সারাদিন ঘুরওে মিলছে না বিকল্প কর্মক্ষেত্র সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ স্কলার্সহোম প্রিপারেটরি স্কুলের অভিভাবক মতবিনিময় সভা চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন সিলেটে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি সন্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন সিলেট মহানগর দক্ষিণ সুরমা থানা জামায়াতের কর্মী সমাবেশ বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিটি ফাউন্ডেশনের সৌজন্যে সাবেক শিক্ষার্থীদের মধ্যকার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিটি মডেল স্কুলের সাবেক ১০ বছরের সকল এসএসসি ব্যাচের প্রায় ১০০ জন শিক্ষার্থীদের নিয়ে সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজনের আয়োজনে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবগুলো খেলা অনুষ্ঠিত হয় গোয়াবাড়ি ইনডোর ফুটবল মাঠে। টুর্নামেন্টে বিজয়ী হয় আশরাফ স্যারের সিএমএস লিফ শেডোস টিম ও রানার্স আপ হয় ঝলক স্যারের সিএমএস ভাইকিংস। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয় ২০১৯ ব্যাচের ধ্রুব। সর্বোচ্চ গোলদাতা হয় ২০২৪ ব্যাচের নাদিম ও সেরা গোলকিপার হয় ২০২৪ ব্যাচের মিজান।
১০০ জন শিক্ষার্থী নিয়ে ১০টি দল গঠন করে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। ১০ টি দলের ম্যানেজিংয়ের দায়িত্বে ছিলেন সিটি মডেল স্কুলের ১০ জন শিক্ষক। টিমগুলো ও তাদের ম্যানেজাররা হলেন:- ব্লেজ ওল্ভস (ম্যানেজার- জয়দ্বীপ স্যার), এভেঞ্জার এফ.সি (ম্যানেজার- লায়েক স্যার), সিএমএস লিফ শেডোস (ম্যানেজার- আশরাফ স্যার), সিএমএস এফসি ইউনাইটেড (ম্যানেজার- অর্জুন স্যার), সিএমএস ভাইকিংস (ম্যানেজার- ঝলক স্যার), সিএমএস সেভেন স্টারস (ম্যানেজার- সিদ্ধার্থ স্যার), সিটি রয়েলস সেভেন (ম্যানেজার- শুভ স্যার), সিএমএস থান্ডার্স (ম্যানেজার- সুব্রত স্যার), সিএমএস টাইগার (ম্যানেজার-লিংকন স্যার), সিএমএস সকার ইউনিট (ম্যানেজার- অনন্ত স্যার)।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজেবী, গ্রীনটাচ গ্রুপের ফাউন্ডার ও সিইও কাওছার আহমদ মিজান। সভাপতিত্ত্ব করেন সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক সুকেশ রঞ্জন তালুকদার। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিটি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী ও সুনামগঞ্জ জুবেলি স্কুলের প্রশাসনিক কর্মকর্তা ঝলক চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপক প্রান্ত দাশ। সবশেষে রাজন স্যারের সৌজন্যে সকল খেলোয়াড়, শিক্ষক ও অতিথিদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain