শিরোনাম :
চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা সিলেট তারাপুর চা-বাগানের দেবোত্ত সম্পদে অবৈধ দখল পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট ও অপারেশন টিম আনোয়ার ফাইন্ডেশন ইউকের উদ্যোগে সম্মাননা প্রদান গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত সিলেট মহানগরীর ভাড়া নির্ধারণ ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করার দাবিতে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন সিলেটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ সিলেটের কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/ সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় সিলেটে পার্টনার প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময়

আনোয়ার ফাইন্ডেশন ইউকের উদ্যোগে সম্মাননা প্রদান

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ছাত্র-জনতার উপর পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে গুলি চালিয়ে প্রায় ২ হাজার মানুষকে হত্যা করেছে। তাদের হামলায় পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় ৩৪ হাজার মানুষ, চোখ হারিয়েছেন কয়েক হাজার আন্দোলনকারী। স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ বাহিনী ও সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে মানবেতর জীবন যাপন করছেন অসংখ্য ছাত্র জনতা ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃকর্মীরা। অনেকেই টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারছে না। নিহত ও আহতদের আত্মদানের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তিনি বলেন, ১৭ টি বছর বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। তাদের ওপর মিথ্যা মামলা, জেল, জুলুম, নির্যাতন করা হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনে দেশ নতুন করে আবারো স্বাধীন হয়েছে। আমাদের সকলকে এই স্বাধীনতা ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অসুস্থ্যতা থাকার পরেও বিদেশে পাঠিয়ে চিকিৎসা না করিয়ে স্বেরাচারী শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আনোয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে জুলাই বিপ্লবে নিহত ও আহতদের সম্মাননা দেওয়া হচ্ছে। তাদের এই উদ্যোগ প্রশংসনীয়। আনোয়ার ফাউন্ডেশন পিছিয়ে পড়া অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেকেই সাবলম্বী হয়েছেন। আনোয়ান ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠনকেও নিহত ও আহতদের পাশে দাড়ানোর জন্য আহবান জানিয়ে তিনি বলেন, যারা জীবন বাজি রেখে স্বৈরাচারী শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদেরকে সম্মান দেওয়া আমাদের সকলেরই দায়িত্ব এবং যারা নিহত হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে সকলকে দাড়াতে হবে।
তিনি বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ ব্লু-ওয়াটারের ৮ম তলায় ইমজা এর হলরুমে আনোয়ার ফাইন্ডেশন ইউকে বাংলাদেশের উদ্যোগে জুলাই বিপ্লবে নিহত ও আহত এবং ছাত্র জনতা সাংবাদিকদের প্রতি সশ্রদ্ধ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও রেহেনা বেগম প্রবাসে থেকেও দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন।
অনুষ্ঠানে আনোয়ার ফাইন্ডেশন ইউকে বাংলাদেশের উদ্যোগে জুলাই বিপ্লবে নিহত ও আহত ২৩ জনকে সম্মাননা প্রদান করা হয়। নিহত পংকজের মেয়ের পড়ালেখার ও আহত একজনের চিকিৎসার দায়িত্ব নেন ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।
১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি এজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক হাসান মোহাম্মদ শামীমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নিহাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল সত্তার মামুন, মহানগর বিএনপির সাবেক সদস্য মুরাদ আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও আনোয়ার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ প্রতিনিধি লিমন, মহানগর বিএনপির মামুন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য কাউসার আহমদ রকি প্রমুখ।
নিহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুম শহীদ সাংবাদিক আবু তুরাবের বড়ভাই জাবের আহমদ, শহীদ পংকজ কুমার করের বাবা নিখিল কুমার কর, আহতদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাংবাদিক রুবেল আহমদ, রাশেদ আহমদ সহ অন্যান্য আহতরা। অনুষ্ঠানের শুরুতে নিহতদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain