অনুসন্ধান ডেস্ক :::বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলা শাখার যৌথ উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় সভাপতির বক্তব্যে আলহাজ্ব আতাউর রহমান বলেন, বর্তমান প্রজন্মের শিশু ও কিশোরদের জন্য নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি সমাজের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক মূল্যবোধের উপর নির্ভর করে। আধুনিক প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তির প্রসারের কারণে অনেক ক্ষেত্রে নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় দেখা যাচ্ছে, যা সমাজে বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিশু ও কিশোরদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা প্রদান করতে হবে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএমবিএফ সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় সহ সভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, লালদিঘীরপাড় হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, সংগঠনের সহ সভাপতি সাংবাদিক এম এ মতিন, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, মহিলা সম্পাদিক শিরিন চৌধুরী, সাহেদা বেগম, আফরোজ তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি