শিরোনাম :
সিলেটে নতুন পোশাকে পুলিশ সিলেট ভূমিকম্প মোকাবিলায় কতটুকু প্রস্তুত? লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর চার্টার এনিভার্সারি উদযাপন ৫ দিনব্যাপী নতুন ব্যবসায় সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন নোংরা রাজনীতি পরিহার করে সুন্দর রাজনীতি করে দেশ এগিয়ে নিতে হবে-যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ইলিয়াস আলীর পরিবার মনে করে ধানের শীষে ভোট দিন : লুনা দিনভর নগরীতে ধানের শীষের পক্ষে প্রচারণায়-খন্দকার মুক্তাদির গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের পক্ষে উঠেছে জোয়ার সিলেটের ১৪ উপজেলায় ইউএনওর দায়িত্ব পেলেন যারা খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

অভিনেত্রী নার্গিস ফাখরির বোন গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক ::: বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরিকে নিউইয়র্কের কুইন্সে তার প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুকে হত্যার তদন্তে গ্রেফতার হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ৪৩ বছর বয়সী আলিয়ার নামে অভিযোগ, একটি দোতলা গ্যারেজে আগুন লাগিয়েছেন। এর ফলে এডওয়ার্ড জেকবস (৩৫) ও আনাস্তাসিয়া এটিনি (৩৩)-এর মৃত্যু হয়।

জানা যায়, আলিয়ার জন্ম আমেরিকার কুইনস এলাকাতে। সেখানেই বড় হয়ে ওঠা। আলিয়ার প্রাক্তন প্রেমিকের নাম এডওয়ার্ড জেকবস। তার বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন।

অভিযোগ, দুজন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর অনেকেই আলিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছেন। এদের মধ্যে একজন জানিয়েছেন, কথায় কথায় একাধিকবার প্রাক্তন প্রেমিককে মেরে ফেলার হুমকি দিয়েছেন আলিয়া। কিন্তু সেই সময় তারা বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাসিতে উড়িয়ে দিয়েছেন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, আলিয়ার জামিনের আবেদন নামঞ্জুর হয়ে গিয়েছে।

জেকবস যে এক বছর আগেই আলিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিলেন সেকথা তার মাও জানান। জেকবসের মায়ের দাবি, সম্পর্ক শেষ হওয়ার পরও নানা অজুহাতে জেকবের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। তবে স্টারের সঙ্গে যে জেকবের কোনও সম্পর্ক ছিল তা তিনি অস্বীকার করেছেন। জেকবের মায়ের দাবি, তারা শুধুই বন্ধু ছিলেন।

এদিকে আলিয়ার মায়ের দাবি, তার মেয়ে নির্দোষ। আলিয়া অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি এমন কাজ করতেই পারেন না।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain