শিরোনাম :
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামবো না-ডাঃ শফিকুর রহমান স্কলার্সহোম মেজরটিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত এসএমপি: কমিশনার বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই-মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে মানবিক সংকট বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিকদের

রাষ্ট্রীয় ভাবে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালনের আহবান-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা গত ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ রাজবাড়ী রেস্তোরার ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তারা বিগত দিনগুলোতে দেশে নারী দিবস, মানবাধিকার দিবস রাষ্ট্র যেভাবে পালন করেছে অনুরূপ প্রধান রাজনৈতিক দলগুলো মানবাধিকার দিবস পালনে যেভাবে সোচ্চার হয়; কিন্তু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস রাষ্ট্র ও প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো পালন করে না কেন? দেশবাসী তা জানতে চায়। এতে প্রতিয়মান হয়, রাষ্ট্র ও প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো দুর্নীতি বন্ধে আন্তরিক নয়। ’২৪ এর গণবিপ্লবে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় ভাবে এই দিবসটি পালন ও দুর্নীতি বিরোধী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে বাণী প্রদানের জন্য জোর দাবী জানানো হয়।
সভায় অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যথাসময়ের মধ্যে শ্বেতপত্র প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ায় দেশের বরেণ্য অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির চেয়ারম্যান ড. দেবপ্রিয় ভট্টাচার্য্যকে অভিনন্দন জানিয়ে বলা হয়, বিগত সরকারের আমলে পাচার হওয়া ২৮ লাখ কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকার উদ্ধার করতে না পারলে এই সরকারের ভাবমূর্তি ও ছাত্র-জনতার বিপ্লবটি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে।
সভায় আগামী ৯ ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে ঐদিন বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, পরে দুর্নীতি বিরোধী র‌্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশ করার জন্য নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, সমবায় বিষয়ক সম্পাদক এম.এ লাহিন, কেন্দ্রীয় নেতা ও ইউপি মেম্বার এনামুল হক আবুল, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, আব্দুল গফুর, আব্দুল মুতাওয়ালী ফলিক, শাহিদুর রহমান জুনু, স্কলার্সহোম এর শিক্ষক মাওলানা উসমান গনি, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, ব্যাংকার সহিদুল ইসলাম, ডাক্তার আক্তার হোসেন, দক্ষিণ সুরমার সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ, সাংবাদিক শহিদ আহমদ খান সাবের, ড. চিন্ময় চৌধুরী, ভাসানী ফাউন্ডেশনের আমিন তাহমীদ, সমাজসেবী ওসমান আলী, ব্যবসায়ী নেতা লায়েক মিয়া, হাফিজ শরীফ আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রিয় সভাপতি ইমাম হোসেন, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, যুবনেতা শেখ মোঃ দিপু, কাওছর বখত রাসেল, মহানগর হকার্স সমবায় সমিতির সদস্য আতিয়ার রহমান, শাহজাহান আহমদ, এন.আই নজর, রিক্সা শ্রমিক নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় কেন্দ্রীয় সদস্য আব্দুল গফুরের সমুন্ধি ও সিলেট সিটি মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, কানাইঘাট নিবাসী আব্দুল মান্নান এর রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain