পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা, গ্রেফতার ৩

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে তিন যুবককে গ্রেফতার করলো বারাসাত থানার পুলিশ।

মঙ্গলবার ভর সন্ধ্যায় জনবহুল বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করার কাজ করছিলো হিন্দু সংগঠন বজরং দলের সদস্যরা।

খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আন্দোলনরত যুবকদের মধ্যে থেকে প্রথমে দু’জনকে গ্রেফতার করে। পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।

বজরং দলের ওই তিন সদস্যের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চ্যাটার্জী। বজরং দলের প্রধান বাপন বিশ্বাস জানান, ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নিতেই তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন। তবে, গ্রেফতার হওয়া তিন সহযোগীকে যদি পুলিশ না ছাড়ে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। সংগঠনটি জানায়, গ্রেফতার তিন যুবককে পুলিশ না ছাড়লে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাস ভাঙচুর ও হামলার অভিযোগে গ্রেফতার হয়েছেন সাতজন এবং সাসপেন্ড করা হয় তিন পুলিশ কর্মকর্তাকে। তারপরই নড়েচড়ে বসে দিল্লি এবং ত্রিপুরা রাজ্য সরকার। কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের অফিসে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain