অনুসন্ধান ডেস্ক ::: আর্ন্তজাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তি এবং ফ্যাসিস আওয়ামী লীগের আমলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ডে নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরের নগরীর সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন উপস্থিত বক্তব্য রাখেন , সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান নিপু ,আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতা অপু আহমেদ, রেকি আহমেদ ,সাহিব আহমেদ, নাসিম আহমেদ, আমান আহমেদ,রাবেল আহমেদ,জুম্মান আহমেদ,ফুয়াদ আহমেদ।আরও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা ফয়জুর রহমান সিফাত,সাগর তালুকদার,মিনহাজ ভূঁইয়া সাদ্দাম হোসেন হোসেন ইসমাইল হোসেন শুভ অমিত বণিক আল সাদ নূর ফরহাদ আলী মিল্লাত রাফিন আহমেদ সাকিব দেওয়ান মোঃ মাহিম খাইরুল কবি সিয়াম সাব্বির ফারহান মাহাতাব রিফাত মেহেদী হাসান মাহিন বাঁধন ইকরাম কবিত নিশান রাহাত মুন্না শাওন মেহেদী হাসান ইমরান মৃদুল খান শুভ শুভ সুমন জিসান আহমেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বক্তব্য বলেন, আওয়ামীলীগ বিগত ১৫ বছরে দেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ভোটাধিকারকে ধ্বংস করে দিয়েছিল। মানবিক মূল্যবোধ বলতে কিছু ছিলনা। সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ, অর্থ পাচার থেকে শুরু করে দেশে গুম-খুন ও নির্মম হত্যাকান্ডে নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানানো হয়।