হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্দ্যেগে বর্ণাঢ্য র‌্যালী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যেগে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় র‍্যলিটি সিলেট জেলা পরিষদের সম্মুখ থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে সভার মধ্যে দিয়ে সমাপ্তি হয়।

জেলা কমিটির সভাপতি মো. শহিদুর রহমানরে সভাপতিত্বে ও মানবাধিকারের বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর কেন্দ্রিয় চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক কবি এ কে আজাদ খান, বিশেষ অথিতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সম্মানিত অথিতি হিসাবে ইউ এস এ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শরিফ আহমদ লস্কর, সিনিয়র সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম চৌঃ এহিয়ার সাগত বক্তব্যের মাধ্যমে অন্যান্যদের বক্তব্য রাখেন কেন্দ্রিয় নির্বাহী সদস্য শাহরিয়ার হোসেন খান সাকিব সহ: সাধারণ সম্পাদক তুহিন আহমেদ , সহ: ধর্ম সস্পাতক কাজী মাওলানা আবুল হোসেন, সিলেট জেলা কমিটির সাধারন সম্পাদক আঃ রহিম তালুকদার, ধর্ম সম্পাদক পীর আব্দুল জব্বার, অর্থ সম্পাদক আঃ রহিম লাল মিয়া, মানবাধিকার কর্মি রুনা সুলতানা, কয়েছ আহমদ সাগর, শিউলী আক্তার, সোহেল রানা, আশরাফ আহমদ, মনি বেগম, সালমা আলী, হাওয়া বেগম, , সাহেদ আহমদ, রিপন আহমদ, আঃ সামাদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মানুষের সর্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য ও অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। মানবাধিকার মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি, সবার নিরাপত্তা বিধান এবং স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখে।সর্বাগ্রে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে সেখোনেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশ্বে মানবাধিকার যথার্থই হুমকির মুখে। চিরন্তন মূল্যবোধগুলো বাধার সম্মুখীন। আইনের শাসন অবমূল্যায়িত হচ্ছে। আগের যে কোনো সময়ের চেয়ে আমাদের সবাইকে মানবাধিকারের পক্ষে একসঙ্গে দাঁড়ানোর সময় এসেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain