শিরোনাম :
জৈন্তাপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন হাকিম চৌধুরী সিলেট বিমানবন্দরে যাত্রীর লাগেজে থাকা ফ্যানের ভেতর সাড়ে ১৭ কেজি স্বর্ণ সিলেট সদর উপজেলার খেলার মাঠ রক্ষা ও মেলা বন্ধের দাবিতে ৫ সংগঠনের মানববন্ধন সাবেক ছাত্রনেতা বাবুকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা অবশেষে ‘আলোর মুখ দেখছে’ ৩১নং ওয়ার্ডবাসী-রাস্তার কাজ উদ্ধোধন সিলেটে বুলডোজার দিয়ে ভাঙা হলো শেখ মুজিবের ম্যুরাল বিজিবি অভিযানে ১কোটি ২১ লক্ষ টাকার চোরাচালান জব্দ গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডার গার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন বিএনপি নেতা তারেক কালামের জানাযায় মানুষের ঢল বিজিবি-বিএসএফ সম্মেলনে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত

জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আলোচনা সভায় খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন ভৌগলিক শত প্রতিকূলতার মধ্যেও আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। একটি জবাবদিহি মূলক সরকার ব্যবস্থাই এটি করতে পারে। এজন্য সামনে এগিয়ে ধৈর্য এবং ঐক্যের বিকল্প নেই। আল্লাহর মহা অনুগ্রহে আমরা একটি দেশ পেয়েছি। আল্লাহ যেন এই জনপদ কিয়ামত পর্যন্ত স্বাধীন রাখেন। স্বাধীনতা অক্ষুন্ন রাখতে সবার প্রচেষ্টাই হবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তিনি গতকাল রোববার (১৫ ডিসেম্বর) নগরীর মির্জাজাঙ্গালে বিভাগের একমাত্র হোমিও কলেজ জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে বিজয় দিবসের আলোচনা সভা ও বার্ষিক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কলেজের অধ্যক্ষ ডা. আবদুল্লাহ আর মুজাহিদ খানের সভাপতিত্বে এবং প্রভাষক ডা. ফরহাদ তুহিনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচকের বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেন, সর্বাত্মকভাবে স্বাধীনতার স্বাদ রক্ষা করতে হবে। এই দেশ সবার। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী এবং কলেজ গভর্নিং বডির সদস্য হাফিজ মাওলানা ডা. মিফতাহ উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে কয়েস লোদী বিগত দিনে দেশের স্বৈরতান্ত্রিক অবস্থার বর্ণনা দিয়ে এ থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এতে দোয়া পরিচালনা করেন জল্লারপার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি নূরুল হুদা।
সভায় কলেজ শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডা. ইমদাদুল হক, অধ্যাপক ডা. এম এন আলী, প্রভাষক ডা. লবিবুর রহমান, প্রভাষক ডা. আবুল হাসান চৌধুরী, প্রভাষক ডা. শফিকুল ইসলাম, আমেনা আক্তার, প্রভাষক ডা. মুঈন উদ্দিন, প্রভাষক ডা. মোবারক হোসেন, প্রভাষক ডা. এম. এম. ইকবাল হোসেন, প্রভাষক ডা. মো. শফী উদ্দিন, প্রভাষক ডা. মো. শামীম আহমদ তালুকদার, প্রভাষক ডা. আবদুল্লাহ আল জাবেদ খান, কলেজের কোষাধ্যক্ষ ডা. আবু বকর চৌধুরী জাহান, মেডিকেল অফিসার ডা. বাবলী দেবী সিনহা, সংগঠকদের মধ্যে ডা. মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডা. আব্দুস সালাম মুন্ন। সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজের আমিনুল ইসলাম আলম, রাকিব, গুলজার প্রমুখ। এতে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, সুধী এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain