শিরোনাম :
জৈন্তাপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন হাকিম চৌধুরী সিলেট বিমানবন্দরে যাত্রীর লাগেজে থাকা ফ্যানের ভেতর সাড়ে ১৭ কেজি স্বর্ণ সিলেট সদর উপজেলার খেলার মাঠ রক্ষা ও মেলা বন্ধের দাবিতে ৫ সংগঠনের মানববন্ধন সাবেক ছাত্রনেতা বাবুকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা অবশেষে ‘আলোর মুখ দেখছে’ ৩১নং ওয়ার্ডবাসী-রাস্তার কাজ উদ্ধোধন সিলেটে বুলডোজার দিয়ে ভাঙা হলো শেখ মুজিবের ম্যুরাল বিজিবি অভিযানে ১কোটি ২১ লক্ষ টাকার চোরাচালান জব্দ গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডার গার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন বিএনপি নেতা তারেক কালামের জানাযায় মানুষের ঢল বিজিবি-বিএসএফ সম্মেলনে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত

সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে একে একে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এসময় ক্লাবের সদস্য-ভোটাররাও ক্লাবে উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী ক্লাব কার্যালয় তখন মিলনমেলায় পরিণত হয়।

নির্বাচনে ১৫ পদে ২২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, নির্বাচন কমিশনার মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

ক্লাবের কার্যনির্বাহী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী (কোহিনূর), দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য মাহমুদ হোসেন, রনজিৎ কুমার সিংহ প্রমুখ।

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) ক্লাব কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন আগ্রহী প্রার্থীরা। রবিবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোয়নয়নপত্র সংগ্রহ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী- ১৮ ডিসেম্বর (বুধবার) মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হবে। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার ও আপিল শুনানি। ২০ ডিসেম্বর (শুক্রবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সিলেট জেলা প্রেসক্লাবে ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে। ভোটগ্রহণ ও গণনা শেষে একই দিন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain