শিরোনাম :
বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই-মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে মানবিক সংকট বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিকদের দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির দ্রুত নির্বাচনের দাবিতে সিলেট ব্যবসায়ী ফোরামের মানববন্ধন নির্বাচন হবে স্বাধীন ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৫

জেলা পরিষদ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, জনসংখ্যার দিক থেকে আমরা পৃথিবীর অন্যতম বড় একটি জাতি। আমাদের প্রয়োজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব। এটি তৈরি হলে পৃথিবী আমাদেরকে স্যালুট জানাবে। আমরা বিভাজন চাই না, ঐক্যবদ্ধ হতে চাই। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির কাজ করবেন, তারা আমাদের জাতীয় দুশমন। আমাদের ছাত্রজনতা সকল ধরনের বৈষম্য এবং অবিচারকে রুখে দিতে সাহসী ভূমিকা নিয়েছিল। আমি মনে করি, আজকে যেসকল ছাত্র শিক্ষাবৃত্তি পাচ্ছেন, তারাও নিজেদেরকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবেন।
জেলা পরিষদ, সিলেট-এর উদ্যোগে জেলা পরিষদ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৪-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ-এর সভাপতিত্বে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক নূরের জামান চৌধুরী, স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন এসএসসি-২০২২ এর শিক্ষার্থী হাসান আল মাহদী এবং এইচএসসি-২০২২-এর শিক্ষার্থী ফাহমিদা আতিয়া। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাসান আহমদ এবং গীতা পাঠ করেন ঝুমি রাণী নাথ। অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীকে সম্মাননা স্মারক উপহার দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ। অনুষ্ঠানে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক বিদ্যালয়ের ১০জন অটিস্টিক শিক্ষার্থীও ১ বছরের বেতন ভাতাদির সমপরিমাণ অর্থ অর্থাৎ ৩ লক্ষ টাকার চেক তুলে দেন প্রধান অতিথি। এছাড়া জেলা পরিষদের উদ্যোগে ৪২৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ লক্ষ ৮৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি তুলে দেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain