শিরোনাম :
বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই-মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে মানবিক সংকট বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিকদের দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির দ্রুত নির্বাচনের দাবিতে সিলেট ব্যবসায়ী ফোরামের মানববন্ধন নির্বাচন হবে স্বাধীন ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৫

সিলেটে আল কোরআন শিক্ষা পরিষদের উদ্যোগে দুই প্রবাসীকে সংবর্ধনা প্রদান

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশের উদ্যোগে পরিষদের প্রবাসী সদস্য কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ইরশাদ এবং নিউইয়র্ক প্রবাসী মিজানুর রহমান শামীমের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর দরগা মহল্লাস্থ আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের হলরুমে অনুষ্টিত হয়।
আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের সেক্রেটারি, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মো. আমিনুল ইসলাম আমিন। ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের শিক্ষক হাফিজ মাওলানা ক্বারী ছহুল আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রবাসী সদস্য কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ইরশাদ এবং নিউইয়র্ক প্রবাসী মিজানুর রহমান শামীম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা সামসুদ ইমাদ, ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের শিক্ষক ক্বারী হুসেন আহমদ ইসলাহ প্রমুখ। এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আহমদ ইব্রাহিম হাসান, মোস্তাকিম বিল্লাহ ও আহমাদ ইয়াহইয়া হুসাইন। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশের উন্নয়ন শিক্ষা চিকিৎসা সহ অর্থনীতির চাকা সচল রয়েছে। বিশেষ করে ইসলামিক কাজ ও কুরআনের খেদমতে প্রবাসীদের অবদান অপরিহার্য। যারা নিঃস্বার্থে আল-কোরআনের খেদমতে সর্বদা নিয়োজিত থাকেন তারাই সমাজের শ্রেষ্ঠ মানুষ। মহাগ্রন্থ আল কোরআন এর বাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, প্রবাসীরা আল কোরআন এর খেদমত, দেশের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। তেমনি দুই জন প্রবাসী মোহাম্মদ ইরশাদ এবং মিজানুর রহমান শামীম। বক্তারা মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain