অনুসন্ধান ডেস্ক :: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত আন্দোলনে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে নেই। রক্তাক্ত গণ অভ্যুত্থানকে নস্যাতের সুদুরপ্রসারি ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে জামায়াত দায়িত্বশীলদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। জাতীয় সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে জরুরী সংস্কার শেষ করে নির্বাচনের আয়োজনের দিকে মনোনিবেশ করাই সরকারের জন্য মঙ্গলজনক।
তিনি বলেন, জামায়াত প্রচলিত ক্ষমতার রাজনীতিতে বিশ^াসী নয়। জামায়াত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বৈষম্যহীন দেশ গঠন করতে চায়। সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আলহামদুলিল্লাহ জামায়াতের এই কল্যাণকর আহবানে দেশপ্রেমিক জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহণ জাতিকে আশার আলো দেখাচ্ছে। দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে শহীদদের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জামায়াতের সকল স্তরের দায়িত্বশীল প্রতিনিধিদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি শনিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, থানা নায়েবে আমীর নজরুল ইসলাম শোয়েব, সহকারী সেক্রেটারী এডভোকেট জুনেদ আহমদ ও আব্দুল মোতালেব, থানা জামায়াত নেতা এখলাছুর রহমান, আব্দুস শহীদ জোয়ারদার, ইলিয়াস আলী, যুব ওয়ার্ড সভাপতি শামসুর রহমান জাবাল, ১৯নং ওয়ার্ড সভাপতি আব্দুল কবির খালেদ, ১৬নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম ও ১৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল মুকিত জাকারিয়া প্রমুখ।