শিরোনাম :
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে শীতবস্ত্র বিতরণ বছরের প্রথম দিনে সিলেট সীমান্তে আ ট ক দুই ভারতীয় নাগরিক দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগের উদ্যোগে মানবাধিকার বিষয়ক মতবিনিময় ও সংবর্ধনা সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিটি মডেল স্কুলের বই উৎসব-শিক্ষার্থীদের উচ্ছ্বাস সিলেট-জকিগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘট-দুর্ভোগ-যাত্রীদের সিলেটে থার্টি ফার্স্ট নাইটে যেসব বিশৃঙ্খল কাজ নিষিদ্ধ করলো পুলিশ ভোটাধিকারের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে- সিলেটে প্রফেসর ড. জাহিদ সিলেট গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় নাগরিক আটক

আনজুমানের ৩ দিনব্যাপী তাফসীর মাহফিল : এমসি মাঠ পরিদর্শন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: দীর্ঘ এক যুগ পর আগামী ৯ থেকে ১১ জানুয়ারী সিলেটের এমসি কলেজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আনজুমানের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। ৩ দিনব্যাপী তাফসীর মাহফিল সফলের লক্ষ্যে আনজুমানে খেদমতে কুরআনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে আনজুমান নেতৃবৃন্দ ও সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলী টীম এমসি কলেজ মাঠ পরিদর্শন করেন। আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হক ও সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন আহমদের নেতৃত্বে এমসি কলেজ মাঠ পরিদর্শনে যান সিলেট সিটি কর্পোরেশনের চীফ ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমানের নেতৃত্বাধীন একটি প্রকৌশলী টীম।

সিসিক প্রকৌশলী টীম মাঠ পরিদর্শন করে মাঠের জনসমাগম ধারণ ক্ষমতা, পানি ও স্যানিটেশনের প্রস্তুতি গ্রহণ করতে বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এসময় তারা সিসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আনজুমান নেতৃবৃন্দ মাহফিলে সিলেটের ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতির প্রত্যাশা ব্যক্ত করে শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ সরকারের সকল বাহিনী ও সংস্থার সুদৃষ্টি কামনা করেন। একই সাথে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পিডিবির প্রতি আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আনজুমানের সাবেক উপদেষ্টা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অধ্যাপক ফজলুর রহমান, আনজুমানের উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, আনজুমানের উপদেষ্টা ড. নূরুল ইসলাম বাবুল, মোহাম্মদ শাহজাহান আলী, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন। এছাড়া এসময় আনজুমানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

আনজুমান নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ এক যুগ পর সিলেটের এমসি কলেজ মাঠে আল্লামা সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত আনজুমানের ঐতিহাসিক ৩ দিনব্যাপী ৩৬তম তাফসীর মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিলে আল্লামা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী ও ড. মাওলানা মিজানুর রহমান আজহারীসহ দেশ বরণ্যে মুফাসসিরে কেরামগণ তাফসীর পেশ করবেন। উক্ত মাহফিলকে সর্বাত্মকভাবে সফল করতে ধর্মপ্রাণ সিলেটবাসীকে এগিয়ে আসার আহ্বান জানা তারা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain