শিরোনাম :
ইমাম ইয়াকুব আব্বাসীর সাথে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য গমন ও তারেক রহমানের সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল সিলেট সীমান্তে ৯৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি জুলাই-আগস্টের আন্দোলনে সাবেক ছাত্রদল নেতাদের ভূমিকা অপরিসিম : কয়েস লোদী সিলেটের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল সিলেটে সূর্যের দেখা নেই : চারদিক কুয়াশার চাদরে মোড়া সিলেট এমসি মাঠে তাফসীর মাহফিল সফলে পৃথক মতবিনিময় ও প্রস্তুতি সভা জনগণের আশা-আকাঙ্খা পূরণে ৩১ দফার বিকল্প নেই-কয়েস লোদী প্রিপেইড মিটার বসাতে চান না দক্ষিণ সুরমার গ্রাহকরা সিলেট মাছিমপুর মসজিদে ওয়াজ মাহফিল সম্পন্ন

সিলেট এমসি মাঠে তাফসীর মাহফিল সফলে পৃথক মতবিনিময় ও প্রস্তুতি সভা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারী সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল সফলে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের পক্ষ থেকে প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও প্রস্তুতি সভা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে এমসি কলেজ মাঠ প্রাঙ্গনে আনজুমানের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় সিলেটের জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে তাফসীর মাহফিল বাস্তবায়ন শৃঙ্খলা উপকমিটির উদ্যোগে এসএমপি কার্যালয়ে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সোমবার বিকেলে জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সাথে আনজুমান নেতৃবৃন্দের পৃথক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এমসি মাঠে প্রস্তুতি সভা :
ঐতিহ্যবাহী তাফসীর মাহফিল সফলে এমসি মাঠে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে, সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আনজুমানের উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, মাওলানা ইসলাম উদ্দিন, মুফতী আলী হায়দার ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমূখ।

জেলা প্রশাসকের সাথে মতবিনিময় :
এদিকে মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার সকাল ৯টায় সিলেটের জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদের সাথে আনজুমানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, আনজুমানের সহ-সভাপতি মুকতাবিস-উন-নূর, হাফিজ আব্দুল হাই হারুন, সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন, ব্যবসায়ী নূরুল আলম, এডভোকেট আলিম উদ্দিন ও জাহেদুর রহমান চৌধুরী।

এসএমপির ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময় :
মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে এসএমপি কার্যালয়ে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে মাহফিল বাস্তবায়ন শৃঙ্খলা উপকমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এসএমপির ট্রাফিক বিভাগের উর্ধ্বতন সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিল কমিটির পক্ষ থেকে মোহাম্মদ শাহজাহান আলী, জয়নাল আবেদীন ও পারভেজ আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।

ইমাম সমিতির সাথে মতবিনিময় :
এমসি মাঠের ৩দিনব্যাপী তাফসীর মাহফিল সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ইমাম সমিতির সাথে আনজুমান নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার এমসি মাঠে আনজুমান সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন। এছাড়া সভায় জেলা ও মহানগর ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমসি মাঠে প্রেস ব্রিফিং আজ :
এমসি মাঠের মাহফিল বাস্তবায়ন উপলক্ষে আয়োজক কমিটির উদ্যোগে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। উক্ত প্রেস ব্রিফিং (আজ) মঙ্গলবার বেলা ৪ টায় এমসি মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত প্রেস ব্রিফিংয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হক ও সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন আহমদ প্রমূখ।

পৃথক মতবিনিময় ও প্রস্তুতি সভায়- মাহফিল উপলক্ষে নগরের ট্রাফিক ব্যবস্থাপনা, মুসল্লীদের কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, ট্রাফিকের প্রয়োজনে বাইপাস রাস্তা, নিয়মিত গাড়ির মুভমেন্ট সহজ করা, সিলেটে অবস্থান করা বিপিএল খেলোয়াড়দের যাতায়াত, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সিটি করপোরেশন থেকে লাইট স্থাপন, ওয়াসব্লক স্থাপন, মাহফিলে ভিআইপি অতিথিদের নিরাপত্তা, স্থানীয় জনগণের নিরাপত্তা, আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক বাড়ানো, পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাটে দোকান না বসানো, জরুরি ফায়ার সার্ভিস ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য- আল্লামা সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে দীর্ঘ ১২ বছর পর তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হলেও এবছর ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর উপস্থিতিকে ঘিরে জনসমাগমের বিষয়টি মাথায় রেখে এমসি কলেজ মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিল আগামী ৯ থেকে ১১ জানুয়ারী অনুষ্ঠিত হবে। মাহফিল চলবে প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত। ১১ জানুয়ারী সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে তাফসীর পেশ করবেন শায়েখ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, আল্লামা ইসহাক আল মাদানী, ড. মিজানুর রহমান আজহারী, শায়খ মোহাম্মদ শাহ ওয়ালী উল্লাহ, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মুফতী মাওলানা আমীর হামজা, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাদিকুর রহমান আল আজহারী, মুফতী আলী হাসান উসামা ও আলহাজ¦ শামীম বিন সাঈদী প্রমূখ। এছাড়া জাতীয় ও স্থানীয় উলামায়ে কেরামগণ তাফসীর পেশ করবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain