শিরোনাম :
ইমাম ইয়াকুব আব্বাসীর সাথে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য গমন ও তারেক রহমানের সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল সিলেট সীমান্তে ৯৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি জুলাই-আগস্টের আন্দোলনে সাবেক ছাত্রদল নেতাদের ভূমিকা অপরিসিম : কয়েস লোদী সিলেটের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল সিলেটে সূর্যের দেখা নেই : চারদিক কুয়াশার চাদরে মোড়া সিলেট এমসি মাঠে তাফসীর মাহফিল সফলে পৃথক মতবিনিময় ও প্রস্তুতি সভা জনগণের আশা-আকাঙ্খা পূরণে ৩১ দফার বিকল্প নেই-কয়েস লোদী প্রিপেইড মিটার বসাতে চান না দক্ষিণ সুরমার গ্রাহকরা সিলেট মাছিমপুর মসজিদে ওয়াজ মাহফিল সম্পন্ন

৬ষ্ঠ সিলেট বইমেলা-২৫’ এর উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: রাষ্ট্রায়ত্ব জ্বলানী তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের (জেওসিএল) পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক প্রাবন্ধিক ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু বলেছেন, বই হচ্ছে জ্ঞানের আলো আহরণ ও ছড়িয়ে দেয়ার প্রধান মাধ্যম। আমাদের তরুণ প্রজন্মকে আগামীর নেতৃত্বের জন্য গড়ে তুলতে হবে। রক্তাক্ত জুলাই আন্দোলনে আমাদের তরুণরা দেখিয়ে দিয়েছে তারা শুধু মেধাবী নয়, অদম্য সাহসীও। ২৪ এর বিজয়কে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে বইমূখী করতে হবে। এজন্য বইমেলা একটি কার্যকর উদ্যোগ। ৬ষ্ঠ সিলেট বইমেলা-২৫ সিলেটের মানুষকে বইমুখী করতে অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

তিনি মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ১১ দিনব্যাপী ‘৬ষ্ঠ সিলেট বইমেলা ২৫’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কবি কালাম আজাদ।

বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কালান্তর প্রকাশনীর কর্ণধার আবুল কালাম আজাদের সভাপতিত্বে, লেখক কামাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জসিম বুক হাউস প্রকাশনীর কর্ণধার মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওন উপস্থিত ছিলেন, কবি ও কথা সাহিত্যিক দেলোয়ারা বেগম, ছড়াকার শাহাদাত বখত শাহেদ, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ও দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার এমজেএইচ জামিল, আলোর অন্বেষণ’র সভাপতি কবি সাজন আহমদ সাজু, লিয়াকত আলী খান, জসিম বুক হাউজ সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, কবি, ছড়াকারসহ সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ৭ জানুয়ারী থেকে শুরু হওয়া বইমেলা চলছে ১৭ জানুয়ারী পর্যন্ত। কেন্দ্রীয় শহীদ মিনারের বইমেলায় পাঠক-পাঠিকা, লেখক-লেখিকাসহ সাহিত্যমোদী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। এবারের বইমেলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করা হয়েছে। মেলায় ঢাকা ও সিলেটের ২৯টি প্রকাশনী অংশ নিয়েছে। এরমধ্যে আধুনিক প্রকাশনী, গার্ডিয়ান প্রকাশনী, কালান্তর প্রকাশনী, জসিম বুক হাউস, প্রচ্ছদ প্রকাশন, ইসলাম হাউজ পাবলিকেশন, দারুস সালাম বাংলাদেশ, রিমঝিম প্রকাশনী, মুসলিম ভিলেজ, লোকমান প্রকাশনী, মক্তব প্রকাশনী, সোজলার পাবলিকেশন, মক্কা পাবলিকেশন, বই পল্লী, সিয়ান পাবলিকেশন, সত্যায়ন প্রকাশন, প্রফেসর পাবলিকেশন, বিন্দু প্রকাশ, পেনফিল্ড পাবলিকেশন, আলিফ পাবলিকেশন, রাগীব রাবেয়া ফাউন্ডেশন, নোঙর প্রকাশন, মারুফ প্রকাশন, স্বরবর্ণ প্রকাশনী ও পৈঠা প্রকাশনী রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain