শিরোনাম :
বিএনপির ৩১ দফা দেশকে আগামী ৫০ বছর সুরক্ষিত রাখবে : কয়েস লোদী সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর উদ্যোগে শীত উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ নতুন আঙ্গিকে রশিদ অটোমেটিক রাইস মিলের যাত্রা শুরু গোয়াইনঘাটে সরকারি জলমহাল থুবুরি বিলে অবৈধভাবে নির্মাণ হচ্ছে বেড়িবাঁধ-উপজেলা প্রশাসের অভিযান কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া, চিকিৎসা শুরু ইমাম ইয়াকুব আব্বাসীর সাথে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য গমন ও তারেক রহমানের সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল সিলেট সীমান্তে ৯৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি জুলাই-আগস্টের আন্দোলনে সাবেক ছাত্রদল নেতাদের ভূমিকা অপরিসিম : কয়েস লোদী

লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া, চিকিৎসা শুরু

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: উন্নত চিকিৎসার লক্ষ্যে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত হয়েছেন অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ। এর আগে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। এ সময় বাংলাদেশি চিকিৎসক ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদ্‌রোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। তার স্বাস্থ্য ও মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকা এই চিকিৎসক।

দ্য লন্ডন ক্লিনিকের তথ্যমতে, খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি একজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ। তিনি লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে কাজের জন্য বিশ্বব্যাপী পরিচিত। ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে প্রশিক্ষণ নেওয়ার পর, তিনি লন্ডনে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেন। পরে ২০০৯ সালে বার্টস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন।

তিনি ক্রনিক হেপাটাইটিস বি (সিএইচবি) রোগ নিয়ে গবেষণা করেছেন। তার এ গবেষণার প্রধান লক্ষ্য ছিল লিভারের ভাইরাসজনিত রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ পদ্ধতির বিকাশ ঘটানো। এ বিষয়ে ২০০টির বেশি গবেষণাপত্র ৯০টির বেশি পিয়ার রিভিউড আর্টিকেলসহ একাধিক বই লিখেছেন তিনি। এছাড়া হেপাটোগ্যাস্ট্রোএন্টারোলজি নিয়েও একটি বই সম্পাদনা করেছেন।

লন্ডন ক্লিনিকে কেনেডি ফিজিশিয়ান কনসালট্যান্ট এবং হেপাটোলজিস্ট হিসেবে আছেন। তিনি তরুণদের লিভার রোগ নিয়ে কাজ করছেন। পেশাদার ক্রীড়াবিদ ও প্রিমিয়ার লিগ ফুটবলের ক্লাবগুলোতেও তিনি লিভার রোগ নিয়ে কাজ করছেন। তিনি এসব প্রতিষ্ঠানে খেলোয়াড়দের লিভার রোগ নিয়ে পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকেন।

অধ্যাপক প্যাট্রিক কেনেডি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন উপদেষ্টা এবং এইচবিভি ক্লিনিক্যাল গাইডলাইন সম্পাদকমণ্ডলীর সদস্য। ইউরোপীয় লিভার রিসার্চ অ্যাসোসিয়েশনের এইচবিভি ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন।

এছাড়া ইউনাইটেড কিংডম অ্যাডভাইজরি প্যানেলের (ইউকেএপি) হয়ে রক্তের ভাইরাস রোগ নিয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকেন তিনি। কেনেডি ব্রিটিশ ভাইরাল হেপাটাইটিস গ্রুপের বর্তমান চেয়ারম্যান। প্রফেসর কেনেডি লিভারের ভাইরাল রোগের অভিনব থেরাপি নিয়ে কাজ করছেন। তার তৈরি করা এইচবিভি অ্যান্ড মি নামে একটি অ্যাপের মাধ্যমে তিনি তার গবেষণা ও রোগীদের সঙ্গে সর্বাত্মক যোগাযোগ রেখে স্বাস্থ্যসেবার উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কেনেডির রোগী দেখার ফি ৩৫০ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ৫২ হাজার ৫৪৯ টাকা প্রায়। রোগীর ফলোআপে ফি নেন ২৫০ পাউন্ড বা ৩৭ হাজার ৫৩৫ টাকা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain