নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যুমনার সামনে অবস্থান করছে ছাত্র-জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষে যমুনার সামনে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তৈরি হচ্ছে মঞ্চ।
আজ শুক্রবার (৯ মে) সকালে থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। পুরোদমে সেই কাজ চলছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চারটি ট্রাক পাশাপাশি দাঁড় করিয়ে দ্রুত মঞ্চ বানানো হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে শুরু হওয়া কর্মসূচি রাত পেরিয়ে সকাল পর্যন্ত চলছে।