নিউজ ডেস্ক :: বাংলাদেশে বহুল আলোচিত গোপন আটক কেন্দ্র ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টার ফর হিউম্যান রাইটসের প্রধান কেরি কেনেডি। বুধবার (১৪ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে মঙ্গলবার (১৩ মে) স্থানটি পরিদর্শন করেন কেরি কেনেডি।
তার এই সফরে সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। দীর্ঘ আট বছর তিনি এ আয়নাঘরে বন্দি ছিলেন। কেনেডির এই পরিদর্শনকে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ ও সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পোস্টে শফিকুল আলম লেখেন, যখন কেরি কেনেডি মীর আহমেদ বিন কাশেমের সাথে একটি আয়ংঘরে দেখা করেন যেখানে মীর আহমেদ আট বছর বন্দী এবং অন্ধকারে কাটিয়েছেন। মির আহমেদ মঙ্গলবার মিরর হাউসে তার কষ্টের দিনগুলির বর্ণনা দেওয়ার সময় কান্নায় ভেঙ্গে পড়েন। একজন আবেগপ্রবণ কেরি তাকে সান্ত্বনা দিল। কেরি কেনেডি, রবার্ট কেনেডি এর মেয়ে এবং জন এফ কেনেডি এর ভাগ্নি, আরএফকে সেন্টারের প্রধান, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নেতৃস্থানীয় মানবাধিকার গ্রুপ।
তিনি আরও লিখেন, শেখ হাসিনার ১৫ বছরের দুর্নীতিগ্রস্ত ও নৃশংস শাসনকালে বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন তুলে ধরতে তিনি বৈশ্বিক প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন।
যুক্তরাজ্যের একজন প্রশিক্ষিত ব্যারিস্টার মীর আহমান বিন কাশেমকে আয়নাঘরে জীবিত রাখার অন্যতম কারণ ছিল তার সক্রিয়তা।