শিরোনাম :
মধ্যরাতে বিএনপি-জামায়াত-এনসিপি বৈঠক, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত স্বেচ্ছাসেবক দল নেতা বাবলুর জানাজা ও দাফন সম্পন্ন গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন জাতীয় চা পুরস্কার ২০২৫’-এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ইস্পাহানি তারেক রহমানের পক্ষথেকে রিকশা চালকের হাতে বিমানের টিকেট তুলে দিলেন কয়েস লোদী সিলেট কোর্ট পয়েন্টে হেফাজতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ঢাকায় অনুষ্ঠিত সমাবেশ সফলের লক্ষ্যে ১,২,৩,১০,১১,১২,১৩ নং ওয়ার্ড যুবদলের প্রস্তুতি সভা সমাবেশ সফলের লক্ষ্যে ৫টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা শ্রীশ্রী বামজঙ্গা মহাপীঠ কালী মন্দির রক্ষায় জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেটের সাধারণ সভা সম্পন্ন

মধ্যরাতে বিএনপি-জামায়াত-এনসিপি বৈঠক, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ মে, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: একসময়ের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যেকার দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটিয়ে আবারও নির্বাচনী সমঝোতার আভাস মিলেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার রাতে দল দুটির শীর্ষ নেতারা এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এই বৈঠকেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়কাল নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন তারা।

রাজধানীর রমনার একটি বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে দলটির আমির শফিকুর রহমান এবং বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও বৈঠকে অংশ নেন।

সূত্র জানায়, বৈঠকে বিরাজমান সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে তিন দলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে বিএনপি ও জামায়াত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভিন্ন অবস্থানে আসে। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব না হলেও, আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারকে সময় দেওয়ার বিষয়ে একমত পোষণ করে দল দুটি।

যদিও বৈঠকের বিষয়টি কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। বিএনপির সালাহউদ্দিন আহমদ এবং জামায়াতের পক্ষ থেকেও এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা হয়নি। তবে, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যে এই সমঝোতার ইঙ্গিত স্পষ্ট। তিনি বলেছেন, সরকার ডিসেম্বরে বা তার দুই মাস পরেও নির্বাচন দিলে জামায়াতের আপত্তি থাকবে না, তবে একটি সুনির্দিষ্ট নির্বাচনী ও সংস্কারের রোডম্যাপ প্রয়োজন।

গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল, যেখানে জামায়াত সংস্কারকে প্রাধান্য দিচ্ছিল। এই নতুন সমঝোতা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দল দুটির মধ্যে বরফ গলার ইঙ্গিত দিচ্ছে, যা পূর্বে সংঘাত পর্যন্ত গড়িয়েছিল। তবে, এনসিপি নির্বাচন প্রশ্নে তাদের পূর্বের অবস্থানেই রয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain