বিনোদন ডেস্ক ::: বিশ্বখ্যাত মূকাভিনয় শিল্পী ও ‘মাস্টার অব মাইম’ খ্যাত মার্সেল মার্সোর অষ্টাদশ প্রয়াণবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান তিন দিনব্যাপী মূকাভিনয় কর্মশালার আয়োজন করে। ২০ থেকে ২২ সেপ্টেম্বর প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন ৩০ জন প্রশিক্ষণার্থী।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফেডারেশানের প্রশিক্ষণ সম্পাদক শহিদুল মুরাদ, থিয়েটার কর্মী কাজী রোকসানা রুমা এবং ফেডারেশানের সাধারণ সম্পাদক মাহবুব আলম। প্রযোজনাভিত্তিক কর্মশালায় ‘আমি নাকি আমরা’ নির্মাণ করেন মাহবুব আলম।
২২ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয় বিশেষ মূকাভিনয় প্রদর্শনী। এতে অংশ নেয় সাইলেন্ট থিয়েটার (চট্টগ্রাম), দ্য মামার্স (ঢাকা), মিরর মাইম থিয়েটার (ঢাকা), মাইম ফেইস (নারায়ণগঞ্জ), শাওন মাইম একাডেমি (ঢাকা) ও মূকবলাকা (ঢাকা)।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফাদার তপন ক্যামিলাস ডি. রোজারিও এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব আলম। সভাপতিত্ব করেন ফেডারেশানের ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান মেহেদী এবং সঞ্চালনা করেন অর্থ সম্পাদক মেজবাহ চৌধুরী।
মূকাভিনয় প্রদর্শনীর আগে উন্মোচন করা হয় অধ্যাপক তপন ডি’ রোজারিও রচিত গবেষণাধর্মী বই ‘নৈঃশব্দ্যের প্রতিধ্বনি: মাইমের চিরায়ত শিল্পান্বেষণ (Echoes of Silence, Exploring the Timeless Art of Mime)’।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজক ফেডারেশানের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ প্রজন্মকে মূকাভিনয় শিল্পের প্রতি আকৃষ্ট করা এবং আন্তর্জাতিক মানের শিল্পচর্চার সঙ্গে যুক্ত করতে নিয়মিতভাবেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।