অনুসন্ধান ডেস্ক :::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংলাপ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ সংলাপ শুরু হবে। প্রথম ধাপে অংশ নেবেন শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, ‘আমরা ইতোমধ্যে ২৮ সেপ্টেম্বর তারিখে সংলাপ শুরুর জন্য প্রস্তাব দিয়েছি। কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হলে অংশগ্রহণকারীদের কাছে চিঠি যাবে।’
ইসির রোডম্যাপ অনুযায়ী, রাজনৈতিক দল, শিক্ষাবিদ, নারী সমাজ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে এক থেকে দেড় মাসব্যাপী ধারাবাহিক সংলাপ আয়োজন করা হবে। এ ছাড়া নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলায় অক্টোবর মাস থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে।
সূত্র জানায়, সংলাপে যাদের আমন্ত্রণ জানানো হবে, তাদের তালিকা তৈরি হচ্ছে। আলোচনার অন্তত ৭ থেকে ১০ দিন আগে চিঠি পাঠিয়ে জানানো হবে প্রতিনিধি সংখ্যা ও লিখিত মতামতের বিষয়টি। পূজা ও সাপ্তাহিক ছুটি বিবেচনায় অক্টোবরজুড়ে দলীয় সংলাপ চলতে পারে।
এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বর্তমান কমিশনের এটিই হবে প্রথম সংলাপ আয়োজন। আলোচনায় ভোটব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালটসহ নানা নির্বাচনী সংস্কার প্রস্তাব স্থান পাবে বলে জানা গেছে।
ইতোমধ্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ বলেছেন, ‘রোডম্যাপে নির্ধারিত সময় অনুযায়ী এ মাসের শেষ দিকেই সংলাপ শুরু হবে। হয়তো দু-এক দিন এদিক-ওদিক হতে পারে, তবে সময়সূচি মেনেই এগোনো হবে।’