ডেস্ক নিউজ ::: বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় হত্যার হুমকি দেয়া হয়েছে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধাচারণ ও আন্দোলনে অংশ নেওয়ার কারণে প্রবাসে থাকা সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক দাইফুর রহমানে মাসুদকে।
বাংলাদেশ জামায়াতে ইসলামির ৩৮নং ওয়ার্ড সিলেট মহানগর শাখার সভাপতি দুলাল আহমদ তাকে এই হুমকি দেন।
মেসেঞ্জারে হুমকি দিয়ে তিনি বলেন, “মাসুদ তুমি যে প্রতিদিন সকাল বিকাল জামাত শিবিরের বিরোদ্ধে ফেসবোকে পোষ্ট করো, তুমি কি জানো এটার জন্য তোমায় অনেক কিছুর suffer করতে হবে। শুনো আমি তোমার পরিবার সহ চিনি তোমার মা একা দেশে আছেন, আমি তোমার কি করতে পারবোনা যানোনা, দেশের মাটিতে পা রাখতে পারলে রগ কেটে কেটে তোমায় মেরে ফেলবো। এখনো সময় আছে জামাত শিবিরের বিরোদ্ধে লেখা বন্ধ কর।” এছাড়াও তিনি তার ফেসবোক পোষ্টে এরকম নির্যাতন করবেন বলে প্রায় সময় কমেন্ট করে থাকেন ।
এ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন দাইফুর রহমানে মাসুদ। প্রবাসে থেকে হত্যার হুমকিতে দেশে থাকা তার স্বজনরাও তাকে দুঃশ্চিন্তা করছেন।