শিরোনাম :
বাংলাদেশস্থ সৌদি দুতাবাসের হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই সম্পন্ন সিলেটে সুরমা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার নো কিংস’ আন্দোলন-যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিশাল সমাবেশ পাকিস্তানে আবারও ভূমিকম্প ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় রয়েছে : আইন উপদেষ্টা নির্বাচনের আগে বিতর্কিত উপদেষ্টাদের সরে যেতে হবে : আমীর খসরু তারুণ্যের উৎসব উপলক্ষে সিলেটে শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালক-মালিক-বিআরটিএসহ সবাই কাজ করলে সড়ক নিরাপদ হবে : সিলেট বিভাগীয় কমিশনার বিশাল শো-ডাউন করে সিলেট-১ আসনে প্রচারণায় নামলেন আরিফ যুক্তরাজ্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন

পাকিস্তানে আবারও ভূমিকম্প

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ::: পাকিস্তানে ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে একাধিক এলাকা। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১০টা নাগাদ ৫.৩ মাত্রার এই ভূকম্পনে কাঁপে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, খাইবার পাখতুনখোয়া, আজাদ কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চল।

হঠাৎ কম্পনে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে অসংখ্য মানুষ। রাতভর মানুষ ছিলেন ভয়ে ভয়ে, যদিও পরে বড় ধরনের কোনো আফটারশক আর অনুভূত হয়নি।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের অধীন ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য এলাকায়, ভূপৃষ্ঠের ২৩৪ কিলোমিটার গভীরে। এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত এবং হিমালয় পর্বতমালার অংশ হিসেবে শক্তিশালী টেকটোনিক চাপ বহন করে।

গত চার দিনের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো ভূমিকম্প। কয়েকদিন আগেই ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়ার একাধিক শহর। আবার সেপ্টেম্বর মাসে আফগানিস্তানে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল দুই হাজারের বেশি মানুষ। এইসব অভিজ্ঞতা পাকিস্তানিদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার, চিত্রাল, মুরি, মালাকান্ড, আপার দির, বাজাউর, আজাদ কাশ্মীরের সামাহনি ও ভিমবেরসহ অনেক এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার জানিয়েছেন, কয়েক দশক পর আবার সক্রিয় হয়ে উঠেছে লান্দি ফল্ট লাইন, যার কারণে এই ভূমিকম্পগুলোর সংখ্যা ও মাত্রা বাড়ছে। তিনি জানান, জুন মাসে করাচিতে এক মাসেই ৫৭টি ক্ষুদ্র ও মাঝারি কম্পন রেকর্ড করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain