অনুসন্ধান ডেস্ক ::: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিজয় র্যালিতে অংশ গ্রহণ করে প্রধান অতিথি বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-০১ বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি উন্নত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীদের তরুণ প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ, ঐক্য এবং শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দুর্নীতি, বৈষম্য দূর করে এবং জ্ঞান-বিজ্ঞান ও মুক্তচিন্তার প্রসারের মাধ্যমে একটি শক্তিশালী ও আধুনিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মত কাজ করছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকে রহমান।
সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে মহানগর বিএনপির র্যালি পূর্বেক ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে স্বাধীনতা সংগ্রামের মূল আদর্শ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, শোষণমুক্তি ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাধ্যমে দেশের উন্নয়ন উন্নয়ন করা সম্ভব।
বিজয় র্যালি শুরুর নির্ধারিত সময়ে আগে সিলেটের রেজিষ্ট্রারী মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। দুপুর থেকেই আলাদা আলাদা ভাবে বিএনপির বিভিন্ন জোন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গসহযোগি সংগঠনের ব্যানারে বিজয় র্যালি অংশ নিতে মিছিল নিয়ে আসেন দলের নেতাকর্মীরা। বিকেলে সংক্ষিপ্ত সভা শেষে বিশাল র্যালি শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্তি হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। র্যালিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. নাজমুল হোসেন, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহী, সুদীপ রঞ্জন বাপ্পু, নুরুল মুমিন খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।