শিরোনাম :
সিলেটে ৭ দিনের মধ্যে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ- পুলিশ কমিশনার সিলেট নগরে দোকানপাট বন্ধের সময়সূচিতে পরিবর্তন করেন-পুলিশ কমিশনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে পবিত্রতার সাথে দায়িত্ব পালন হবে দেশপ্রেমের সবচেয়ে বড় পরীক্ষা- উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খছরুজ্জামান খছরু কে স্বাগত জানিয়ে সিলেটে ছাত্রদলের মিছিল সিলেটের ৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা সিলেটে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার: সবশেষ যা জানা গেলো তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে সিলেটে জিল্লুল হক জিল্লু ইউনিটের মিছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও যুক্তরাজ্য বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল আজিজ খান সজিব এর উদ্যোগে সিলেট ৮নং ওয়ার্ডের মহিলাদলের নেতৃবৃন্দের মাঝে উপহার মনিপুরি শাল ও শীতবস্থ হস্তান্তর সিলেট মহানগর যুবদলের মতিবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে ৭ দিনের মধ্যে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ- পুলিশ কমিশনার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আগামী সাত দিনের মধ্যে সিলেট মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া পুনঃনির্ধারণ করা হবে। যাত্রী, শ্রমিক ও মালিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে আগামী সাত দিনের মধ্যেই নতুন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

গত সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের হলরুমে সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি-হুইলার যানবাহনের ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ সিএনজি ভাড়া সংক্রান্ত বিদ্যমান বিভিন্ন সমস্যা ও বাস্তবতার কথা তুলে ধরেন।

এসময় পুলিশ কমিশনার বলেন, ‘সিএনজি চালিত থ্রি-হুইলার যানবাহনের জন্য একটি নতুন ভাড়ার তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই তালিকা আগামী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে পর্যালোচনা করে যাত্রী, শ্রমিক ও মালিকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে চূড়ান্ত ভাড়া নির্ধারণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের যেসব সমস্যা রয়েছে, তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। পূর্বে নির্ধারিত ভাড়া নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে কিছু এলাকায় যে জটিলতা সৃষ্টি হচ্ছে, সেটিও আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের দায়িত্ব হলো শ্রমিক, মালিক ও সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা, যাতে কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।’

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির-পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) শাহরিয়ার আলমসহ এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সভায় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সিলেট মহানগরীতে সিএনজি চালিত থ্রি-হুইলার যানবাহনের ভাড়ার প্রস্তাবিত একটি তালিকা প্রকাশ করে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া। যেখানে বলা হয়; সিলেট মহানগরবাসীসহ যাত্রী, শ্রমিক ও মালিকরাও তাদের মতামত প্রকাশ করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain