অনুসন্ধান ডেস্ক ::: দলের আরেক মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরীকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। রোববার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে আব্দুল হাকিম চৌধুরীকে সাথে নিয়ে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন আরিফুল হক।
এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন আব্দুল হাকিম চৌধুরী। তবে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেয় বিএনপি। তবে প্রথম দিনে এর বিরোধীতা করেন হাকিম অনুসারীরা। আরিফকে বহিরাগত আখ্যা দিয়ে সিলেট-৪ আসনে স্থানীয় কাউকে প্রার্থী দেওয়ার দাবি জানান তারা। শেষদিকে এসে অবশ্য আরিফের সাথে একাত্মততা ঘোষণা করেন হাকিম।
রোববার মনোনয়নপত্র জমাদানকালেও আরিফের সাথে ছিলেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আরিফুল হক চৌধুরী বলেন, মানুষ ১৭ বছরে নির্বাচনের পরিবেশ ভুলে গিয়েছিলো। আবার নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
সব ঠিক থাকলে নির্বাচন সুন্দরভাবে হবে আশা প্রকাশ করে তিনি বলেন, দেশে বিএনপির পক্ষে গণজোয়ার বইছে। মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। ১২ ফেব্রুয়ারি তার প্রমাণ পাওয়া
নিজের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় শঙ্কা তো আছেই। তবে নিরাপত্তার বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন। আশা করছি তারা যথাযথ ব্যবস্থা নেবে।
নিজের নির্বাচনী আসনের দূর্গম এলাকার ভোটারদের ভোটকেন্দ্রে আনতে আগাম ব্যবস্থা নেওয়ার জন্যও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি।