অনুসন্ধান ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১১টায় উপবন এক্সপ্রেস ট্রেনে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
এ জন্য এখন পর্যন্ত ট্রেনের তিনটি বগি বুকিং করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
তিনি জানান, দলের শীর্ষ নেত্রীকে শেষ বিদায় জানাতে মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন।
এদিকে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে জেলা ও মহানগর বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। ইতোমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা দলে দলে ঢাকায় সমবেত হচ্ছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।