অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ। বোমা মেশিন ব্যবহার করে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার খায়েরগাঁও এলাকার মো. বাছিরের ছেলে মো. মাহমুদুল (২১), মো. ফসিউদ্দিন মিয়ার ছেলে মো. সাকিবুল হাসান (১৯), দক্ষিণ রাজনগর এলাকার মো. শামসুল হকের ছেলে মো. লালন (২০), বাবুল নগর হাফিজ আশরাফ আলীর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৩২), চিকাডহর এলাকার ইকরাম আলীর ছেলে মো. ইয়াকুব আলী (৩৬), জালিয়ারপার এলাকার আব্দুল খালিকের ছেলে মো. কামরুল (২৫), ধুপরীরপাড় খাগালীপাশা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল করিম (২৭), পাড়ুয়া মাঝপাড়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. আবু বক্কর (২২), মৃত মঙ্গল মিয়ার ছেলে মো. শফিক মিয়া (৪২), মঙ্গল মিয়ার ছেলে মো. রুহুল আমিন (৩০), দক্ষিণ কালিবাড়ি এলাকার ময়না মিয়ার ছেলে মোহাম্মদ কামরুজ্জামান (৩০), চিকাডহর এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ লাল মিয়া (২৮), পাড়ুয়া মাঝপাড়া এলাকার ধনাই মিয়ার ছেলে মো. আখতার মিয়া (২৮), পাড়ুয়া উজানপাড়া এলাকার মো. আবু বক্করের ছেলে মো. শরিফ উদ্দিন (১৯), মুহাম্মদ সুলতান উদ্দিন (২২) ও ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল মুতালিবের মো. আল আমীন হোসেন (৩২)।
পুলিশ জানায়, আটককৃতরা পাথর তোলার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, যৌথ বাহিনীর অভিযানে টিল্লা ধ্বংসে ব্যবহৃত ৫৬টি বোমা মেশিন ও ট্রাক্টর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।’
এদিকে, স্থানীয়দের দাবি, অবৈধ পাথর উত্তোলনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তারা জানায়, এই ধরনের অপরাধী চক্রের মাধ্যমে ধ্বংস হচ্ছে স্বাভাবিক বাস্তুসংস্থান এবং পরিবেশ।