নিউজ ডেস্ক :: রাজধানীর মিরপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সহকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে তারা রাস্তায় নামেন। প্রায় আধাঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
জানা গেছে, গত বুধবার বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনার পর গার্মেন্টস ভাঙচুরের ঘটনায় কয়েকজন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। সহকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে তারা আজ মাঠে নেমেছেন বলে জানা গেছে। এ সময় মিরপুর ১৩, কচুক্ষেত ও পুলিশ কনভেনশন এলাকায় তারা অবস্থান নেন। তাদের সড়ক অবরোধের কারণে যানবাহন আধা ঘণ্টা থমকে যায়। খবর পেয়ে শ্রমিকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
শনিবার (২৭ নভেম্বর) সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি হাফিজুর রহমান।
তিনি সময়ের আলোকে বলেন, গার্মেন্টস কারখানায় ভাঙচুরের ঘটনায় শ্রমিকদের গ্রেপ্তারের প্রতিবাদে তাদের সহকর্মীরা আজকে মাঠে নেমেছিল। যখন তাদের থাকতে দেওয়া হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক।