শিরোনাম :
সাবেক সংসদ সদস্য খন্দকার মালিকের মৃত্যুবার্ষিকী আজ রাস্ট্রদূত মুশফিকের পিতার মৃত্যুতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক ছাত্রদল নেতা ফাহিম আহমদ এর ওপর হামলায় কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএনপির নেতা সৈয়দ জুয়েল কারামুক্ত সিলেট কারা ফটকে সংবর্ধনা সিলেটে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন সিলেট গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে উত্তেজনা কমলগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৫ তরুণদের দক্ষতা প্রমাণে প্ল্যাটফর্ম দিচ্ছে টুর্নামেন্ট: এড. এমরান আহমেদ চৌধুরী সিলেটে হকার, যানজট ও মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-আব্দুল কাইয়ুম জালালী পংকি সিলেট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান-হকিস্টিক, ব্ল্যাংক চেক উদ্ধার

দক্ষিণ সুরমার লালাবাজারে পাস করলেন নৌকার তুহিন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই শেষ হয়েছে ভোটগ্রহণ।

এ ধাপে সিলেট জেলার ১৬টিসহ বিভাগে মোট ৭৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে সিলেট জেলার দক্ষিণ সুরমার ৬ নং লালাবাজার ইউনিয়নে নৌকার প্রার্থী তোয়াজিদুল হক তুহিন বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, তৃতীয় ধাপে সিলেট বিভাগের যেসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো- সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন। জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়ন। গোয়াইনঘাট উপজেলার ডুবারি, তোয়াকুল, নন্দিরগাঁও, ফতেপুর, লেংগুড়া ও রুস্তমপুর ইউনিয়ন।

সুনামগঞ্জ জেলার সদর উপজেলার রঙ্গারচর, সুরমা, জাহাঙ্গীরনগর, মুল্লাপাড়া, কাঠইর, মোহনপুর, গৌরাং, লক্ষণশ্রী ও কুরবাননগর ইউনিয়ন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস, শিমুলবাগ, পাথারিয়া, দরগাহপাশা, পূর্বপাগলা নিয়ন, পশ্চিম পাগলা, পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি, দাশেরবাজার, নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজারপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা, তালিমপুর, দক্ষিণভাগ উত্তর, সুজানগর, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন। কুলাউড়া উপজেলার বরমচাল, ভুগশিমইল, ভাটেরা, জয়চন্ডি, ব্রাক্ষ্মণবাজার, কাদিপুর, কুলাউড়া, রাউতগাঁও, টিলাগাঁও, হাজিপুর, শরিফপুর, পৃথিমপাশা, কর্মধা ইউনিয়ন।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর পশ্চিম, বড়ভাকৈর পূর্ব, ইনাতগঞ্জ, দিঘলবাঘ, আউশকান্দি, কুর্শি ইউপি, করগাঁও, নবীগঞ্জ সদর, বাউশা, দেবপাড়া, গজনাইপুর, কালিয়ারভাঙা ও পানিউনদা ইউনিয়ন। হবিগঞ্জ সদর উপজেলার লুকরা, রিচি, তেঘরিয়া, পৈল, গোপায়া, রাজিউড়া, নিজামপুর ও লস্করপুর।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain