শিরোনাম :
জুলাই বিপ্লবের শহীদেরা জাতির স্বার্থে আত্মোৎসর্গ করেছেন: খন্দকার মুক্তাদির ৪৮ বিজিবি’র নেতৃত্বে যৌথ অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য আটক প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে কলবাখানীও উত্তর কাজীটুলা এলাকাবাসীর মানববন্ধন সিলেট জেলা বিএনপির পদ ছাড়লেন ব্যারিস্টার আদনান শাবি শিক্ষার্থীরা তৈরি করছে চালকবিহীন গাড়ি! যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ সিলেটের ডিসি ও ল’ কলেজের গভর্নিং বডির সভাপতির সৌজন্য সাক্ষাত সিলেট মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে অভিযোগ-টাকা লেনদেনের সাক্ষী হওয়ায় অপহরণ-নির্যাতনের শিকার কুরআনের হাফেজ প্রথমবার মা হলেন ‘বার্বি’ তারকা মার্গো

আখালিয়াস্থ আনসার বাহিনীর পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা কার্যালয়ে সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী বলেছেন, দেশের যে কোন ক্রান্তিকালে প্রস্তুত রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আমাদের মহাপরিচালকের নির্দেশে বাংলাদেশে যেকোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগনের সেবায় নিয়োজিত থাকবে।
তিনি শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা আনসার ও ভিডিপির আখালিয়াস্থ কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের বিভিন্ন জেলায় গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এর নির্দেশনায় এই ইফতার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্য রাখেন, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ ফয়সাল হোসেন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক তানজিনা হোসেন তৃনা, সার্কেল অ্যাডজুট্যান্ট আবু সাহাদাৎ মোহাম্মদ এনামুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর মোঃ রাশেল গাজী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কানাইঘাট মোস্তাফিদুল হক ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফেঞ্জুগঞ্জ মোঃ মাহমুদুল হক, সার্কেল অ্যাডজুট্যান্ট জসিম উদ্দিন। অনুষ্ঠানে সিলেট বিভাগের সকল জেলার এক হাজারের অধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain