স্পোর্টস ডেস্ক :: এশিয়া কাপে ‘এ’ গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে নেপাল ও ভারত। দুই দলের লড়াইয়ে যারা জিতবে, তারাই যাবে সুপার ফোরে। এমন ম্যাচে ধীরস্থির শুরু করেছে নেপাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ৬ ওভারে বিনা উইকেটে ৩৩ রান।
শ্রীলংকার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নেপালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল ভুটরেল ও আসিফ শেখ।
শুরু থেকেই দেখে খেলতে থাকেন কুশল ও আসিফ। তবে একটু পরই আক্রমণ শুরু করেন তারা। ষষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে অন্য কিছুরই যেন ইঙ্গিত দিয়েছেন কুশল। এখন পর্যন্ত তিনি ২২ ও আসিফ ৭ রানে অপরাজিত আছেন।