শিরোনাম :

ওসমানী মেডিকেলের চতুর্থ শ্রেনীর ২০জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: রোগীর সেবায় আরো আন্তরিক হতে কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগিডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, মানুষের সেবা করা একটি ইবাদত। হাসপাতালের কাজে যে ফাঁকি দিবে আল্লাহ পাক তাকে ছাড় দিবেন না। আপনার যারা মানুষের সেবা করে অবসরে গেছেন সিলেটবাসী আপনাদের নাম স্বর্ণকারে লিখে রাখবেন। আপনারা হাসপাতালে সেবা দিয়ে গেছেন এখন থেকে আমরা আপনাদের সেবা দিবো। পরিচালক আরও বলেন, অবসরে যাওয়া কর্মচারী ও তার স্ত্রীর সকল স্বাস্থ্য সেবা ফ্রি দিবে হাসপাতাল কর্তৃপক্ষ। তাই সবাই আন্তরিক হয়ে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করবেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) হাসপাতালের সেমিনার কক্ষে বাংলাদেশ চতুর্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদ্য অবসরে যাওয়া ২০ জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের পরিচালক ব্রিগিডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া এসব কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক প্রশাসন ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক অর্থ মাহবুবুল আলম, সিনিয়র ষ্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকন, বিএনএ ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, তৃতীয় শ্রেণীর সভাপতি আবুল খয়ের চৌধুরী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাইফুল মালেক, ওয়ার্ড মাস্টার রওশন হাবীব, ওয়ার্ড মাস্টার সোহেল রানা, ওয়ার্ড মাস্টার জীবন রায় দীপ।
অবসরে যাওয়া কর্মচারীরা হলেন, মো. আব্দুল শহীদ, মো. আলা উদ্দীন, লক্ষন চন্দ্র মজুমদার, মো. ফারুক মিয়া, মো. আমির হোসেন, মো. আব্দুল আজিজ, মো. কামরুল হোসেন, মো. আব্দুল মুকিদ চৌধুরী, মো. আব্দুল কুদ্দুছ (২), মো. মুহিবুর রহমান (১), জ্যোতি মোহন কর, নারায়ণ চন্দ্র দাস, সাজনা বেগম, গোলাম ছারোয়ার (প্রয়াত), মো. ছালেক মিয়া, আনোয়ারা বেগম, আলকাছ আলী, মোঃ ইলিয়াছ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain