শিরোনাম :

রাউজানে বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর’র শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯০ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া :: রাউজান উপজেলার পূর্বগুজরাস্থ বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের নগর ভিত্তিক সংগঠন বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগরের আয়োজনে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ৮ সেপ্টেম্বর শুক্রবার, অগ্রসার বালিকা মহাবিদ্যালয় অডিটোরিয়ামে অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ-সভাপতি, সংগঠনে প্রধান পৃষ্ঠপোষক সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ থের, প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি, বঙ্গবন্ধুর আদর্শের ফেরিওয়ালা প্রফেসর ডা: উত্তম কুমার বড়ুয়া পিএইচডি., বিশেষ অতিথি ছিলেন পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. আব্বাস উদ্দিন আহমেদ, মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, সম্মানিত আলোচক ছিলেন অগ্রসার বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শোভন কৃষ্ণ চৌধুরী, সংগঠনের প্রধান উপদেষ্টা, সমবায় কর্মকর্তা সুকুমার বড়ুয়া, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মং হ্লা চিং, অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত বড়ুয়া। স্বাগত ভাষন প্রদান করেন বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগরের সভাপতি ডাঃ অনিল কান্তি বড়ুয়া, সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক অবিনাশ বড়ুয়া ও প্রকৌশলী সুমন বড়ুয়ার সঞ্চালনায় মঙ্গলাচরণ করেন অনন্যা বড়ুয়া, আরো বক্তব্য রাখেন উদযাপন পরিষদের চেয়ারম্যান সুখেন্দু বিকাশ বড়ুয়া, সম্মাননা প্রাপ্ত প্রফেসর ডা: সনৎ কুমার বড়ুয়া, ইউপি. সদস্য মো: খালেক, ইউপি. সদস্য আব্দুল কাইয়ুম, সরোজ বড়ুয়া, যুবনেতা সিজার বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, মো. রায়হান, মার্তন্ড প্রতাপ বড়ুয়া কমরেড, সুমন বড়ুয়া প্রয়াস, শিক্ষক তাপস কুমার বড়ুয়া, রবীন্দ্র লাল বড়ুয়া, কনক বড়ুয়া, অমলেন্দু বিকাশ বড়ুয়া, বিপ্লব বড়ুয়া বটু, অলক বড়ুয়া, তাপস কান্তি বড়ুয়া, স্বপন বড়ুয়া, মৃদুল বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া মিন্টু, বীর উত্তম বড়ুয়া, নয়ন বড়ুয়া, বিপস্সী বড়ুয়া, রনি বড়ুয়া, সুশীল বড়ুয়া, মনতোষ বড়ুয়া, উচ্ছাস বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় শিক্ষায় অধ্যাপক স্মৃতি বড়ুয়া, সমাজকর্মে মনোরঞ্জন বড়ুয়া (মরণোত্তর), দিলীপ কুমার বড়ুয়া (মরণোত্তর), মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা অনাথ বন্ধু বড়ুয়া (মরণোত্তর) চিকিৎসা ও সেবায় ডা: বেণী মোহন বড়ুয়া (মরণোত্তর) ও প্রফেসর ডা: সনৎ কুমার বড়ুয়া এছাড়াও স্মারক উন্মোচন, বুয়েটে ইইই তে প্রথমস্থান অধিকারী হিমেল বড়ুয়াসহ এসএসসি, এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও শতাধিক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করাহয়।।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain