শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সভা অনুষ্ঠিত ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের হুইলচেয়ার বিতরন ২৮ সেপ্টেম্বরের যৌথ সভা সফল করতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কামালবাজার ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা সিলেট সীমান্তে ফের কোটি টাকার চোরাই পণ্য-পশু জব্দ সিলেট ডলিয়া গ্রামে শিবমন্দিরের জমি দখলে অপতৎপরতার অভিযোগ-সংবাদ সম্মেলন সিলেটে ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শনে উপ-মহাপরিচালক শহীদ তুরাবের হত্যাকারী সাবেক ওসি মঈনসহ সকলকে অবিলম্বে গ্রেফতার করুন কাল স্মারকলিপি প্রদান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের ৪০ বছরে পদার্পন উৎসব শুরু

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর ৪০ বছরে পদার্পণ ও বছরব্যাপী অনুষ্ঠানমালার শুভসূচনা হয়ে গেলো ২০ সেপ্টেম্বর, বুধবার ঐতিহাসিক শারদা স্মৃতি ভবন প্রাঙ্গনে। পূর্ব ঘোষিত সাংস্কৃতিক অনুষ্ঠান বৈরী আবহাওয়ার কারণে স্থগিত রেখে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বছরব্যাপী অনুষ্ঠানমালার শুভসূচনা করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক সুনির্মল কুমার দেব মীন। এছাড়াও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, প্রাক্তন পরিচালক বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায়বর্মন রানা, নাট্যজন অধ্যাপক মোহাম্মদ শফিক, লোকসংস্কৃতি গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, নাট্যজন অম্বরীষ দত্ত, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অনুপ কুমার দেব, পরিচালক অর্ধেন্দু দাশ, সম্মিলিত নাট্য পরিষদ এর প্রাক্তন সভাপতি এডভোকেট সৈয়দ মনির হেলাল, প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল, প্রাক্তন সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সাংস্কৃতিক সংগঠক বিভাষ শ্যাম যাদন, সংস্কৃতিজন এনামুল মূনীর, নাটজন খোয়াজ রহিম সবুজ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা দাশ যুঁই, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সহসভাপতি জয়শ্রী দেব জয়া, যুগ্ম সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়, কোষাধ্যক্ষ অচিন্ত কুমার দে অমিত, কার্যনির্বাহী পরিষদ সদস্য তন্ময় নাথ তনু, আব্দুল বাছিত সাদাফ, রেজাউল করিম রাব্বিসহ সিলেটের বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক দলের কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- বিরুদ্ধ পারিপার্শ্বিকতাকে প্রতিপক্ষ করে ১৯৮৪ সালের ২০ সেপ্টেম্বর নাট্য পরিষদ মহান মুক্তিযুদ্ধের শানিত চেতনায় অগ্রসর হয়ে নাট্যকর্মীদের মেধা-মনন, শ্রম-ঘামকে স্বীকৃতি দিয়ে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে নেতৃত্ব দিয়ে আসছে। বক্তারা আরোও বলেন, সম্মিলিত নাট্য পরিষদ সংস্কৃতির পাশাপাশি মানবিক মূল্যবোধে জাগ্রত থেকে গণমানুষের কাছাকাছি সবসময় ছিলো। নাট্য পরিষদের চার দশকের যাত্রা সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যকে উর্ধ্বে তুলে রেখেছে। আগামীর উন্নত মানবিক সৃজনশীল সমাজ বিনির্মানে এগিয়ে চলতে নাট্য পরিষদ অতুলনীয়।

বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যোৎসবের মাধ্যমে পুনঃ সংস্কারকৃত শারদা হলে নাটক মঞ্চায়ন করবে তিনটি নাট্য সংগঠন। সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেটের নাট্যমোদী দর্শককে শারদা হল মঞ্চে নাটক দেখার আমন্ত্রণ জানানো হয় সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain