শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুর সংক্রমণ হচ্ছে, এটাই আমাদের চিন্তার বিষয় : উপদেষ্টা নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস ছাত্রদল নেতা শাকিলের মায়ের ইন্তেকাল, মদন মোহন কলেজ ছাত্রদলের শোক সিলেটে ট্রাফিক পুলিশের অভিযান-আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেটে জব্দ অর্ধ কোটি টাকার ভারতীয় চিনি ও মহিষ এমসি’র ছাত্রাবাসে ছাত্রলীগের গণধর্ষণের ৪ বছর, থমকে আছে বিচারকাজ মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতের ঢেউটিন বিতরণ ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটে পুলিশের দেওয়া সময় শেষ হচ্ছে আজ, কাল থেকে ক ঠো র অভিযান

সিলেটের সিংহ বাড়ির ঐতিহ্যকে লালন করতে আমরা সচেষ্ট থাকব-এডভোকেট অশোক পুরকায়স্থ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ বলেছেন, সিলেটের রবীন্দ্র-নজরুল স্মৃতিধন্য সিংহ বাড়ির ঐতিহ্যকে লালন করতে আমরা সচেষ্ট থাকব। তিনি গত ২৭ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নগরীর দাড়িয়াপাড়াস্থ প্যারালাক্স পার্টি সেন্টারে এডভোকেট সুজয় সিংহ মজুমদারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিংহ পরিবারের সদস্য বিশিষ্ট রবীন্দ্রানুরাগী ব্যক্তিত্ব সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন’র সভাপতিত্বে ও লন্ডন প্রবাসী শর্মিলা সেন ঊর্মির সঞ্চালনায় স্মৃতিতর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ, বিশিষ্ট আইনজীবী পি.কে. রায়, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় সম্পাদক কামরুল ইসলাম।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, সমাজসেবী রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ, লেখক ও গবেষক মিহির কান্তি চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, বিশিষ্ট আইনজীবী এ.ইউ. শহীদুল ইসলাম শাহীন, কবি মুহিবুর রহমান কিরণ, এডভোকেট কল্যাণ চৌধুরী, অব. শিক্ষক পীযুষ কান্তি ভট্টাচার্য্য স্বপন, উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, তথ্যচিত্র নির্মাতা ও লেখক নিরঞ্জন দে যাদু, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, ছড়াকার সন্তু চৌধুরী, কবি অমিতা বর্ধন, এডভোকেট বনানী দাস ইভা, বাচিক শিল্পী শাশ্বতী ঘোষ সোমা, ফ্রি-ল্যান্স সাংবাদিক বিনয় ভূষণ তালুকদার।
অনুষ্ঠানে প্রয়াতকে নিয়ে ‘অভ্রভেদী রথে’ স্মারকগ্রন্থ প্রকাশনার উপর আলোচনা করেন কবি সুমন বনিক। প্রয়াতের জীবনী পাঠ করেন পরমা সিংহ মজুমদার পূজা। আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী সুমন্ত গুপ্ত। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রানা কুমার সিনহা, প্রতীক এন্দ টনি, অনিমেষ বিজয় চৌধুরী রাজু, প্রদীপ দে, জলি দে, শর্মিলা সেন ঊর্মি, সমর্পিতা মজুমদার সৌপা, পরমা সিংহ মজুমদার পূজা, বর্ষা মজুমদার পাপড়ি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমৃদ্ধ মজুমদার সৌম্য।
উল্লেখ্য সিলেটের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সুজয় সিংহ মজুমদার বিগত ৩রা জুলাই ৭৮ বছর বয়সে পরলোকগমণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে চা-চক্রে আপ্যায়িত করা হয়।
বক্তারা সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে সিংহ পরিবারের অবদানের কথা তুলে ধরেন এবং রাড়িটিকে সিলেটের শান্তি নিকেতন বলে উল্লেখ করেন।
বক্তারা সিলেটের গুণীজন এডভোকেট সুজয় সিংহ মজুমদারকে একজন হাস্য রসিক মানুষ ছাড়াও তাঁর জীবনের বিভিন্ন গুণাবলী তুলে ধরেন এবং তাঁকে অনুসরণ করলে আগামী প্রজন্ম আলোকিত হবে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ‘অভ্রভেদী রথে’ প্রকাশনা তুলে দেন পরিবারের সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain