আন্তর্জাতিক ডেস্ক :: অবশেষে চারদিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েল সরকারের পক্ষ থেকে আজ বুধবার বলা হয়েছে, শিশু ও নারীসহ ৫০ জন জিম্মির মুক্তির বিনিময়ে চার দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় রাতভর বৈঠকের পর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন দেয়। বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটি একটি ‘কঠিন সিদ্ধান্ত তবে এটি সঠিক’।
ইসরায়েলের সরকারের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, এই চুক্তির অধীনে অন্তত ৫০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। যাদের মধ্যে বিদেশিরাও আছেন।