নিউজ ডেস্ক :: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসনের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী জকিগঞ্জ শহরে শান্তিপূর্ণভাবে নির্বাচনী শেষ জনসভা করেছেন। তাদের জনসভায় কর্মী, সমর্থক ও নেতাকর্মীদের উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয়।
স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবিরের জনসভা: বৃহস্পতিবার বিকেল ৩ টায় বাসস্ট্যান্ডে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার ড. আহমদ আল কবিরের জনসভায় বীর মুক্তিযোদ্ধা আকরাম আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদের পরিচালনায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী ড. আহমদ আল কবির।
তিনি তাঁর বক্তব্যে ভোটারদেকে ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট প্রদানের আহবান জানিয়ে বলেন, জনগনের ভোটে তিনি নির্বাচিত হবেন। সর্বদলীয় মানুষ তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ। তিনি নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান, ইউপি পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করবেন। স্থানীয় মানুষের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা করবেন। সরকারী বরাদ্দের বাইরে তিনি দাতা সংস্থার কাছ থেকে ফান্ড এনে এলাকার উন্নয়ন করবেন।
তিনি আরও বলেন, নির্বাচনে কাউকে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবেনা। কেউ পেশিশক্তি প্রয়োগের চেষ্ঠা করলে তা মোকাবেলা করা হবে। অবাদ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে তিনি আহবান জানান। জনসভায় বক্তব্যে দেন জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, সুলতানপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, মানিকপুর ইউপির চেয়ারম্যান আবু জাফর রায়হান, কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস সিদ্দিক আহমদ চিশতি, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সামস উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু, উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক হেলাল লস্কর, মুক্তিযোদ্ধা আব্দুল মুতালিব, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সোনার বাংলা সমবায় সমিতির এমডি জাফরুল ইসলাম, পৌরসভা যুবলীগ আহবায়ক সাহাব উদ্দিন শাকিল, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন পুতুল, জাপা নেতা তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন লিমন, পৌরসভা ছাত্রলীগ সভাপতি তামিম আহমদ রাফে’সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় জাতীয় পার্টির একাংশের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর জনসভা: বিকেল সাড়ে ৪টায় জকিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা চত্ত¡রে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী নির্বাচনী শেষ জনসভা করেন। উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা ফজলুর রহমান শিঙ্গাইরকুঁড়ীর সভাপতিত্বে ও আব্দুল লতিফ লসনু এবং মাওলানা সেলিম আহমদের পরিচালনায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী কেটলি মার্কার মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জকিগঞ্জ-কানাইঘাটে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সর্বদলীয় মানুষ তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন। জনগনের ভোটে তিনি নির্বাচিত হবেন। নির্বাচিত হলে মজলুম মানুষের পক্ষে মহান সংসদে কথা বলেন। এখন পর্যন্ত তিনি কারো ক্ষতিসাধন করেননি। ভবিষ্যতেও কারো ক্ষতি করবেন না। এলাকার উন্নয়নে ধর্ম, বর্ণ, জাতির মধ্যে কোন পার্থক্য থাকবেনা। সবার জন্য তিনি সমভাবে কাজ করবেন। তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, জনগন তাঁকে নির্বাচিত করলে জকিগঞ্জ ও কানাইঘাট সরকারি কলেজে অনার্স কোর্স চালু করবেন। ইউপি ভিত্তিক স্বাস্থ্য সেবা স্থাপনের উদ্যোগ নেবেন। বেকার যুবকদের জন্য পরিকল্পনা করে কর্মসংস্থান সৃষ্টি করবেন। জকিগঞ্জ-কানাইঘাটে উন্নয়নের দৃষ্ঠান্ত স্থাপন হবে। পাঠ্যপুস্তুকসহ যেকোন বির্তকিত ইস্যুর বিরুদ্ধে তিনি সোচ্ছার থাকবেন। নির্বাচনে অনেকে অপপ্রচার করছেন কিন্তু ভোটের মাধ্যমে সকল অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।
জনসভায় বক্তব্য দেন মাওলানা আকুনীর ছাহেবজাদা, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম পানু, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, সাবেক চেয়ারম্যান মাহতাব আহমদ, সাবেক ওসি আতাউর রহমান, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ, অ্যাডভোকেট সিরাজুল হক, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সুবর, মাওলানা ছালিক আহমদ, কাজলসার ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আম্বিয়া, সিলেট মহানগর সেচ্ছাসেবক পার্টির আহবায়ক রিমন আহমদ চৌধুরী, সংখ্যালঘু নেতা রাতুল বিশ্বাস, পৌরসভার কাউন্সিলর রুহুল আমিন রিপন, মাওলানা আবুল কালাম আজাদ, ড. হাবিবুল্লাহ মিছবাহ, যুবলীগ নেতা শামিম আহমদ, উপজেলা জাপার যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল আলমসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের জনসভা: সন্ধ্যা ৬ টায় জকিগঞ্জ এমএ হক চত্ত¡রে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মোস্তফা আহমদ কমান্ডারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেনের পরিচালনায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দেবেন। আওয়ামী লীগ সরকার গ্রামে’গঞ্জে ব্যাপক উন্নয়ন করেছে। ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে আমি শেখ হাসিনার উন্নয়নের জোয়ার অব্যাহত রাখবো। নৌকা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমি নির্বাচিত হলে সকলের সঙ্গে আলাপ আলোচনা করে এলাকার সমস্যাগুলো সমাধান করবো। অবাদ, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হবে। সবাই ভোটকেন্দ্রে গিয়ে উন্নয়নের জন্য নৌকায় ভোট দেবেন। ব্যালেটের মাধ্যমে প্রমাণিত হবে সিলেট-৫ আসন আওয়ামী লীগের ঘাটি। নেতাকর্মীরা নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছেন। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের সুখে, দুঃখে র্দীঘদিন ধরে পাশে রয়েছি। আগামি দিনেও সবার পাশে থাকবো। নৌকার প্রতীকের বিজয় নিশ্চিত করলে জকিগঞ্জ-কানাইঘাটে উন্নয়নের জোয়ার বইবে। উন্নয়নের স্বার্থে সবাই তাঁকে নির্বাচিত করার আহবান জানান।
জনসভায় বক্তব্য দেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আব্দুল গণী, সহসভাপতি বাবুল হোসাইন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, সুলতানপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার, জকিগঞ্জ সদর সভাপতি আব্দুল হালিম, খলাছড়া ইউপির চেয়ারম্যান আব্দুল হক, মহিলা আওয়ামী লীগ নেত্রী রফা বেগম, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান লুকু, জকিগঞ্জ সদর ইউপির সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, আব্দুস সবুর তাপাদার, সাইদুর রহমান সাচ্চু, কাপ্পু মেম্বার, সাবেক ছাত্রলীগ নেতা সুবিনয় চন্দ্র মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার আহমদ চৌধুরী, যুবলীগ নেতা আবু তাহের জুনেদ, ছাত্রলীগ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম রেজা, পৌর ছাত্রলীগ সভাপতি পারভেজ আহমদসহ আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।