শিরোনাম :
আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে গেলেন ড. ইউনূস সীমান্তে পিঠ দেখাবেন না: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বিতর্ক সৃষ্টি হয় এমন জায়গায় হাত দেবে না সরকার: ধর্ম উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আশরাফ ও লায়েকে সিলেটে স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাছুম আহমদ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অভিযান, অস্ত্রউদ্ধার বিমান বন্দরে স্বেচ্ছাসেবক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাহীন সংবর্ধীত আজ একমাস! বিপ্লবের ভাষা কি আমরা বুঝতে পেরেছি? পতিত স্বৈরশাসক বাংলাদেশ থেকে কিন্তু খুব বেশি দুরে নয়! শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ১৬ সেপ্টেম্বর পবিত্র মিলাদুন্নবী (সা.)

বিয়ানীবাজারের আলীনগরে শতাধিক প্রবাসীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের বিয়ানীবাজারে শতাধিক প্রবাসীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলীনগর ইউনিয়ন বর্তমান পরিষদের দুই বছর পূর্তি উপলক্ষে ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুর উদ্যোগে দেশে অবস্থানরত প্রবাসীদের এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক।

আলীনগর ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মনির ও যুবনেতা নাজমুস শাকির চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু।

ইউপি সদস্য মাওলানা জুবায়ের আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন আজাদ চৌধুরী একাডেমির প্রতিষ্ঠাতা আজাদ চৌধুরী এমবিই, এমকেসি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মনজুরুছ সামাদ চৌধুরী মামুন, যুক্তরাজ্যের বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি আলহাজ কবির উদ্দিন, হান্নান হুসেন, লোকমান হুসেন, সুহেল আহমদ, এনামুল হক, শাহজাহান কবির, জাকির আজিজ চৌধুরী, আলীনগর ইউনিয়নের বিট অফিসার এসআই মোফাফখারুল ইসলাম, ময়নুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল আহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা ছালেহ আহমদ, খালিকুল ইসলাম চৌধুরী বাবু, আব্দুল মুমিত সুমন, হেলাল আহমদ, সৈয়দ মনসুরুল হাসান, নজমুল ইসলাম, সালেহ আহমদ, শিক্ষক রোমান আহমদ, আলী আকবর সাইস্তা প্রমুখ।

বক্তারা প্রবাসীদের এমন সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের জন্যে আলীনগর ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান, এবং এইধরনের উদ্যোগ প্রবাসীদের স্বদেশে স্বীকৃতি হিসেবে মন্তব্য করেন।

তারা বলেন, প্রবাসীদের বলা হয় রেমিট্যান্স যোদ্ধা, কিন্তু এই রেমিট্যান্স যোদ্ধাদের প্রতিনিয়ত বিশেষ করে বিমানবন্দরে হয়রানির শিকার হতে হয়। এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীদের কাছে দেশে ফেরার সময়ে তারা হয়রানির মুখে পড়েন।

তারা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন।

অনুষ্ঠানে আলীনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শতাধিক প্রবাসীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain