শিরোনাম :
শাবিতে নতুন ভিসি, প্রো-ভিসি ও কোষাধ‍্যক্ষ সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের মতবিনিময় সভা সুনামগঞ্জের শ্যামারচরে জামায়াতের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা’র আহ্বানে আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে গোলাপগঞ্জে শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কিডনি বিশেষজ্ঞ দলের সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন সিলেটে হিন্দু ধর্মাবলম্বী নারীর মুখে ‘মুহাম্মদের গান’ জাফলংয়ে লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

শাবির ছাত্রী হলের প্রবেশমুখে ‘স্বয়ংক্রিয় গেইটের’ উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( শাবিপ্রবি) দুইটি ছাত্রীহলের প্রবেশমুখে স্বয়ংক্রিয় গেইটের উদ্বোধন করা হয়েছে। নতুন এই গেইটে ছাত্রীদেরকে ফিংগার প্রিন্ট দিয়ে প্রবেশের সুযোগ রয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রথম ছাত্রী হল ও বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে এ স্বয়ংক্রিয় গেইটের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

 

উদ্বোধনকালে উপাচার্য ছাত্রীদের বিভিন্ন সেবার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ছাত্রীদের নিরাপত্তায় এই স্বয়ংক্রিয় গেইট। আমরা সমভাবে প্রতিটা হলের সেবা বৃদ্ধি করে যাচ্ছি, সংস্কারে প্রতিটি ছাত্রীহলে ৫০ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। শীঘ্রই ওয়াটার ট্রিটমেন্ট পাম্প বসানোর মাধ্যমে হলগুলোর পানির সমস্যা সমাধান করা হবে। এছাড়া আগামী দুইবছরের মধ্যে ছাত্রীদের জন্য শতভাগ ও ৮০ ভাগ ছাত্রদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

উপাচার্য আরও বলেন, “ছাত্রীদের গুরুত্বপূর্ণ কাজে রাত সাড়ে ১০ টায় পর ও সকালে ৬টার আগে বের হতে দেওয়া হবে। কিন্তু প্রতিদিন বিলম্ব করে হলে ফিরলে ঐ শিক্ষার্থীকে শোকজ করার পাশাপাশি তার হলের সিট বাতিল করা হবে।”

 

এছাড়া শিক্ষার্থীদের জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) সেবা চালু হবে, যেখানে সকল শিক্ষার্থীদের প্রোফাইল থাকবে। নিজের প্রোফাইলে শিক্ষার্থীরা ক্লাসের উপস্থিতি, রেজাল্ট পাওয়া থেকে বিভিন্ন বিষয়ে আগে থেকে স্বচ্ছ ধারণা পাবে বলে জানান তিনি।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো. আনোয়ারুল ইসলাম, বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান অধ্যাপক ড. রুমেল আহমেদ, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড চন্দ্রানী নাগ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন ও বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জোবেদা কনক খান প্রমুখ।

উল্লেখ্য, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে উদ্বোধনকাল হতেই স্বয়ংক্রিয় প্রবেশ গেইটের সুবিধা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain