অনুসন্ধান নিউজ :: সিলেটে শ্রদ্ধা ও ভালোবাসায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার ভোর থেকেই সিলেট নগরীর চৌহাট্টাসহ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বহুল প্রচারিত দৈনিক ইনফো বাংলা ও সিলেট থেকে প্রকাশিত ও প্রচারিত বিভিন্ন স্থানীয় দৈনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র ও বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে।
দৈনিক ইনফো বাংলার পক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত সভায় ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক উৎফল বড়ুয়া বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমে দূর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। বিগত একদশকে অনন্য সাধারণ অর্জন পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়নকর্ম। সভা শেষে এক সংক্ষিপ্ত র্যালীর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন।