শিরোনাম :
সিলেট তারাপুর চা-বাগানের দেবোত্ত সম্পদে অবৈধ দখল পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট ও অপারেশন টিম আনোয়ার ফাইন্ডেশন ইউকের উদ্যোগে সম্মাননা প্রদান গোয়াইনঘাটে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত সিলেট মহানগরীর ভাড়া নির্ধারণ ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করার দাবিতে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন সিলেটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ সিলেটের কৃষি মন্ত্রণালয়ের দপ্তর/ সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় সিলেটে পার্টনার প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে বললেন তারেক রহমান

সিলেট জেলা পরিষদের ত্রাণ বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :;:  বন্যা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত ব্যাপার কিন্তু এর ব্যবস্থাপনা আমরা কিভাবে করছি সেটাই হচ্ছে দেখার বিষয়। শেখ হাসিনা সরকার সকল মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগে সবসময় আক্রান্ত জনগণের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ।

জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেট জেলা পরিষদ জেলার ১৩টি উপজেলায় বন্যার্তদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছে, এরই ধারাবাহিকতায় আজ আমরা কোম্পানীগঞ্জ উপজেলায় খাবার প্যাকেট বিতরণ করছি।

সিলেটের ১৩টি উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (২৩জুন) কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সাথে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এসব কথা বলেন।

বানভাসি মানুষের উদ্দেশ্য তিনি আরো বলেন, আপনারা এই দূর্যোগপূর্ণ পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ধৈর্য্য ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। আমরা বন্যার্তদের পুনর্বাসনের জন্যও আগামীতে আপনাদের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।

তিনি সিলেটের সকাল বিত্তবান এবং প্রবাসীদের অতীতের ন্যায় বর্তমানেও বানভাসি মানুষের কল্যাণে সাহায্যের বাড়িয়ে দিতে আহ্বান জানান।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আফতাব আলী কালা মিয়ার সভাপতিত্বে এবং জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মতিউর রহমানের সঞ্চালনায় ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা রমিজ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল হক, তেলিখালের কৃতিসন্তান আসবাহ উদ্দিন লিটু, তেলিখাল ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন, সদস্য ফজলুর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain