শিরোনাম :
জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না : মির্জা ফখরুল দেশ ও জাতির কল্যাণে সংসদে কথা বলতে চাই-আব্দুল মালিক চৌধুরী সিলেটে ২০ কেজি গাঁজাসহ তরুণী আটক গোয়াইনঘাটে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক অভিযানে সম্মান পেলেন -ওসি তরিকুল ইসলামের সিলেট মহানগর ১০নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলন সম্পন্ন সিলেট মহানগর ৩৭নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী সভা নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির মাজার জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন এমরান চৌধুরী সিলেট সিটি নির্বাচনে অংশ নেওয়া ৪৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি সিলেট-৪ আসনে মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ টানা-পোড়েন

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টশন প্রোগ্রাম

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালযের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের এখন পড়ার টেবিলে যেতে হবে। শিক্ষা ব্যবস্থা এখন ভংগুর অবস্থায় রয়েছে। আমাদের দেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। নৈতিক মানের আগামী প্রজন্ম আমরা চাই। তিনি বলেন, সন্তানকে সঠিক মানে দেখতে চাইলে অভিভাবকদের সন্তানের প্রতি আরো নজর বাড়াতে হবে। তিনি সোমবার (১২ আগস্ট) শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রিন্সিপাল গোলাম রব্বানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জীববিজ্ঞান বিভাগের প্রভাষক এইচ এম ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি আব্দুস শুকুর। স্বাগত বক্তব্য রাখেন কলেজ বিভাগের ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামেয়ার সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল মাহমুদ, অভিভাবকদের পক্ষে একেএম শফিকুল আলম, দ্বাদশ শ্রেণির ছাত্র সৈয়দ মাহফুজুর রহমান, সাবেক শিক্ষার্থী রেজাউল ইসলাম আশরাফ প্রমুখ।
এদিকে বালিকা শাখায় পৃথকভাবে একাদশ শ্রণির ছাত্রীদের পৃথক ওরিয়ন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রভাষক নাসিমা আক্তার ও মাসুমা আক্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজের এনাটমী বিভাগের প্রভাষক ডা: শারমিন মাহবুবা। আরো বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ মুর্শেদা আক্তার, মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, প্রথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা বেগম আকতার,সিনিয়র শিক্ষক তানজিয়া মোর্শেদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain