শিরোনাম :
সিলেটে নারীর কাছে মিললো বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ টাকা বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির সভা সিলেট মহানগর শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলণের প্রস্তুতি সভা সিলেটে জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষ্যে মহানগর জমিয়তের প্রচার মিছিল সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১কোটি ২১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ সেনাবাহিনী যেতেই পালালেন রিকশাচালকরা, ধাওয়া দিলেন পথচারীরাও গ্রেপ্তার শাহজাহান ওমর-‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ হবিগঞ্জে আ.লীগ নেতা সাইফুলসহ গ্রেফতার-২ আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে বিপিজেএ সিলেটকে সাউন্ড সিস্টেম প্রদান সিএনজির চালক সুজিত হ ত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

হাজার মানুষের ভালোবাসায় সিদ্ধ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক। রোববার (১৩ অক্টোবর) দুপুরে শাহজালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দরে হাজারো নেতাকর্মী স্বাগত জানান থাকে। পরে সেখান থেকে মিছিল নিয়ে শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে ফাতেহা পাঠ করেন। এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পৃথক পৃথক মিছিল নিয়ে এম এ মালেককে স্বাগত জানান ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, আমি দীর্ঘ ১৯ বছর দেশে প্রবেশ করতে পারি নাই। কারণ আমি অবৈধ হাসিনার সাথে আপোষ করি নাই। যদি স্বৈরাচার শেখ হাসিনার সাথে আপোষ করতাম তা হলে অন্য নেতাদের মত বার বার দেশে আসতে পারতাম। আপনারা জানানে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকা কালিন সময় আমাকে বেশ কয়েক বার বসে আপোষের জন্য প্রস্থাব দিয়ে ছিলেন তা আমি প্রত্যাখান করেছি। আমি বলেছি কোন স্বৈরশাসকের সাথে এম এ মালেক আপোষ করবে না।
তিনি আরোও বলেন, সিলেটবাসী আমার জন্য সর্বদা দোয়া করেছেন। আমি অসুস্থ থাকা কালিন সময় সর্বমহলে আমার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। আমি আপনাদের দোয়া আপনাদের মাঝে ফিরে এসেছি। ইনশাল্লাহ অতিতে যে ভাবে আপনাদের খেদমত করেছি আগামীও করবে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজি মুজিব, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল খান, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক মোশাহীদ আলী তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও আব্দুল মালিক সমর্থক গোষ্ঠী সভাপতি সৈয়দ খিজির হোসাইন এনু, জেলা বিএনপি সহ স্বেচ্ছাসেবক সম্পাদক নাজিম উদ্দীন পান্না, যুক্তরাজ্য বিএনপির ডেভন শাখার সভাপতি মিটু মিয়া, আব্দুল মালিক সমর্থক গোষ্ঠী সাধারণ সম্পাদক মির্জা আক্তার, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ হৃদয়, আব্দুল মালিক সমর্থক গোষ্ঠী সদস্য আব্দুর রহিম, স্বপন আহমেদ, রাজিব বেপারি, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদুল কবির, যুবদলের নেতা মেহেবুব মাসুম শান্ত প্রমুখ।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় সিলেট বিমানবন্দরে এসে পৌছাবেন এবং সেখান থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে কুলশ বিনিময় করবেন। তিনি সিলেটে দুই সপ্তাহ অবস্থান করবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain