শিরোনাম :

জমকালো আয়োজনে আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের লগো ও ট্রফি উন্মোচন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্ট’র লগো ও ট্রফি উন্মোচন। গত (৩১ অক্টোবর) রাতে নগরের একটি রেস্টুরেন্টে এর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপি সভাপতি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেটের সাধারণ সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের প্রবক্তা, শিক্ষা ও কর্মসংস্থান পরিবার এবং আরটিসি গ্লোবাল স্টাডি এন্ড কনসালটেন্সির চেয়ারম্যান লায়ন আসাদুল হক আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক জৈন্তা বার্তা নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, সাফজয়ী ফুটবলার টিপু আহমদ, সোনালী অতীত ফুটবল দল সিলেটের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, স্পোর্টস প্রেস এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মান্না চৌধুরী। বক্তব্য রাখেন ভয়েজ অব সিলেটের কর্ণধার সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু ও সাবেক কৃতি ফুটবলার ও রেফারী এবং আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের পরিচালক আক্কাস উদ্দিন আক্কাই, হাসান তালুকদার, তুহিন চৌধুরী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আতশবাজি আর মহুর্মুহু করতালীর মধ্যে অতিথিবৃন্দকে নিয়ে টুর্নামেন্টের লগো ও ট্রফি উন্মোচন করেন বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপি সভাপতি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেটের সাধারণ সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
অনুষ্ঠানের প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকী তাঁর বক্তব্যে আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের যাত্রাকে স্বাগত জানিয়ে বলেন এরকম আয়োজন সিলেটে খুবই কম হয়েছে। শুরুতেই আরটিসি কর্তৃপক্ষ যে আয়োজন করেছেন তাতে বোঝাই যায় এ টুর্নামেন্ট সিলেটে ফুটবল অঙ্গনে সাড়া জাগাতে সক্ষম হবে। তিনি বলেন আমাদের তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে এ ধরণের আয়োজনের কোনো বিকল্প নেই। তিনি টুর্নামেন্টের সফলতা কামনার পাশাপশি সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের অন্যান্য বক্তাগণ আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের এ ধরণের জমকালো আয়োজনের প্রশংসা করে বলেন, সিলেটে অনেক বড় বড় টুর্নামেন্ট হয়েছে কিন্তু এভাবে লগো এবং ট্রফি উন্মোচন হয়নি। ঝিমিয়ে পড়া ফুটবল অঙ্গনকে জাগাতে আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাব্বির আহমদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং আয়েশা আক্তার আশা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেটের ক্রীড়াঙ্গন এবং সাংবাদিকতা জগতের বিশিষ্টজনদের পাশাপাশি বিপুল সংখ্যক সূধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল পুরো অনুষ্ঠান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain