শিরোনাম :
আলিয়া মাঠে খতমে নবুওয়াত মহাসম্মেলনে সম্পন্ন সিলেটের অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামানের সংবর্ধনা “জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ‘সিলেট‌ এর পক্ষ থেকে তুহিন ও সোহাগকে সম্মাননা প্রদান বিপিজেএ কার্যালয়ে সিলিং ফ্যান প্রদান করলেন সাংবাদিক এম এ হান্নান অন্তবর্তী সরকার যত দিন চাইবে, ততদিন সেনাবাহিনী থাকবে : কর্নেল ইন্তেখাব হায়দার খান পৃথিবীর সুরক্ষায় জন্য ‘শূন্য বর্জ্য ও শূন্য কার্বন’-এর ওপর ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার লন্ডনে রাইটস অব দ্যা পিপলের বিক্ষোভ সমাবেশ সুনামগঞ্জের ষোলঘরে বিশাল তাফসীর মাহফিল অনুষ্ঠিত সিলেটের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেপ্তার সিলেট জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, ১০ লাখ ঘনফুট বালু জব্দ

চেতনা যুব পরিষদের উদ্দ্যোগে ফ্রি খতনা ক্যাম্প

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: প্রত্যেক মুসলমান শিশুদের জন্য খতনা করানো খুবই জুরুরি। অনেক গরীব সুবিধাবঞ্চিত মানুষ আছেন যারা টাকার জন্য উপযুক্ত সময়ে খতনা দিতে পারছেন না শিশুর বয়স কিছু বেশি হলে খতনা করাতে গেলে তার জন্য ভীতিকর ও কষ্টকর হয়ে পড়ে। চেতনা যুব পরিষদ, জুলকার নায়েন ফাউন্ডেশন ও চেতনা সমাজ কল্যাণ সংস্থা ইউ’কে আজকে যে উদ্দ্যোগ নিয়েছে এটি অনেক মহৎ উদ্দ্যোগ। এরকম মানবিক কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার ( ৯ নভেম্বর ) চেতনা যুব পরিষদ, জুলকার নায়েন ফাউন্ডেশন ও চেতনা সমাজ কল্যাণ সংস্থা ইউ’কে এর আর্থিক সহযোগিতায় নগরীর আম্বরখানা বরকতিয়া হাউজে বিনামূল্যে সুবিধাবঞ্চিত ছেলেদের সুন্নাতে খতনা, ঔষধ ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক একথাগুলো বলেন।

অনুষ্ঠানে চেতনা যুব পরিষদের সহ-সভাপতি আব্দুল হাসিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম কাওছার আহমেদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার বরকতিয়া মার্কেট এর পরিচালক আতিক রাহী, এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি, চেতনা যুব পরিষদের উপদেষ্টা ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সমাজসেবী রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, হোটেল পলাশের পরিচালক আবিদ হারুন, পায়রা সমাজকল্যণ পরিষদের যুগ্ম- সম্পাদক মুসাদ্দিকুন নবী, চেতনা যুব পরিষদের সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সিলেট আম্বরখানা মঈন কমপ্রেক্স এর পরিচালক মুক্তা আহমদ, হাউজিং এস্টেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটন, বরকতিয়া মার্কেট এর পরিচালক ইব্রাহিম খলিল, উম্মুল ক¦রা একাডেমির প্রিন্সিপাল আহমদুল হক উমামা, চেতনা যুব পরিষদ এর সাহিত্য সংস্কৃতিক সম্পাদক সদস্য ক্বারী বেলাল আহমদ, সৈয়দ সায়েফ আহমদ, কাওসার আহমদ, আদনান আহমদ (মজনু) ওয়াহিদুর রহমান, মাসুম আহমদ, ডা: মিসবাউল হক, উপদেষ্টা মোশাহিদ উদ্দিন, মালেক খান শাফি, মিজানুর রহমান, হাকীম আফরোজ হোসেন, আব্দুল মুহিত চৌধুরী বাবু, মাহবুব আহসান শাহেদ, কবি কামাল আহমদ, দুলাল আহমদ, লুৎফুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত ছেলেদের ফ্রি সুন্নাতে খতনা, ঔষধ ও লূঙ্গি বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain